IPL 2023: MS Dhoni Couldn’t Hear Presenter’s Question As Loud Cheer From Gallery Was Deafening


চেন্নাই: তাঁকে নিয়ে পূর্বাভাস করা চলে না। টেস্ট থেকে যেদিন অবসর ঘোষণা করেছিলেন, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও জানতেন না। তবু, অনেকের মতে এবারের আইপিএলেই (IPL 2023) হয়তো শেষবারের জন্য দেখা যাচ্ছে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। ধোনি নিজে এ নিয়ে কিছু বলেননি। বরং স্বভাবসিদ্ধ ঢঙে মস্করা করেছেন। ইডেনে গোটা গ্যালারি তাঁকে সম্মান জানাতে হলুদ হয়ে গিয়েছিল। যা দেখে ধোনির সরস মন্তব্য, ‘ওঁরা আমাকে বিদায়ই দিয়ে দিচ্ছেন।’

চেন্নাইয়ের ছবিটাও আলাদা নয়। তিনি নিজেই বলে থাকেন, চেন্নাই তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের কাছে এত ভালবাসা, সম্মান তিনি পেয়েছেন যে, বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি প্রিয় মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন?

চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচ খেলবে দিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ডে। এই মরসুমের মতো ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। আর তাই ধোনিকে নিয়ে আবেগে ভাসল গোটা শহর। কেন?

সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই ম

হিকে নিয়ে আবেগের জোয়ার।

কীরকম সেই ছবি? একটা ঘটনার কথা বলা যাক। রবিবার তখন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সিএসকে ম্যাচ সবে শেষ হয়েছে। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল প্রশ্নোত্তর পর্বের জন্য ধরেছিল ধোনিকে। আইপিএলের বর্তমান নিয়ম হচ্ছে, স্টুডিও থেকে সঞ্চালকরা প্রশ্ন করেন। মাঠে ক্রিকেটারের সামনে রাখা সাউন্ড সিস্টেমে সেই প্রশ্ন শোনা যায়। তা শুনেই জবাব দেন ক্রিকেটারেরা।

রবিবার রাতের চেন্নাইয়ে অবশ্য সেই পদ্ধতি কাজে এল না। গোটা গ্যালারি তখন ধোনি ধোনি স্লোগানে মুখরিত। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। এমনই সেই শব্দব্রহ্ম। যে কারণে সঞ্চালকের প্রশ্ন শুনতেই পেলেন না ধোনি।

তবে তিনিও ক্যাপ্টেন কুল। মুখে এতটুকু বিরক্তি নেই। ঠোঁটের কোনায় হাসি। এগিয়ে গেলেন সাউন্ড সিস্টেমের দিকে। নীচু হয়ে একেবারে স্পিকারের সামনে কান লাগিয়ে প্রশ্ন শুনলেন। ক্যামেরাম্যানকে বাধ্য হয়ে তড়িঘড়ি ফ্রেম পাল্টাতে হল। প্রশ্ন শুনে ফের নিজের জায়গায় ফিরলেন ধোনি। সাবলীল ভাবে দিলেন উত্তরও।

আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক