IPL 2023 Purple Cap: Rashid Khan Leading The Chart Of Bowlers With Most Wickets In IPL


কলকাতা: গতবারের চ্যাম্পিয়নদের হয়ে এবারও পারফর্ম করে চলেছেন। বল হাতে ভেল্কি দেখাচ্ছেন রশিদ খান। ১২ ম্যাচে ২৩ উইকেট। পার্পল ক্যাপও আপাতত আফগান লেগস্পিনারের দখলে। রশিদ অনেকটাই এগিয়ে গিয়েছে যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামিদের চেয়ে।

আইপিএলের (IPL 2023) শুরুতে তিনি সেভাবে সাফল্য পাচ্ছিলেন না এবার। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই ফের নিজের জাত চেনানো শুরু করে দিয়েছেন রশিদ খান (Rashid Khan)। আর পার্পল ক্যাপ (Purple Cap) জয়ের অন্যতম দাবিদারও এখন গুজরাত টাইটান্সের (Gujrat Titans) এই লেগস্পিনার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। রশিদ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগের চাহালই ছিলেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে সবার আগে। এই মুহূর্তে চাহালের ঝুলিতে রয়েছে ২১ উইকেট। তিনি ১৩ ম্যাচ খেলেছেন। ৩৯২ রান খরচ করেছেন ভারতের এই ডানহাতি স্পিনার। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা দেশের অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা। এই লেগস্পিনার ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট ঝুলিতে পুরেছেন। ৩৫৭ রান খরচ করেছেন তিনি। গত মরসুমে আইপিএলে খেলার সুযোগই পান তিনি। তবে চলতি  মরসুমে মুম্বইয়ের হয়ে সুযোগ পেয়েই চাওলা প্রমাণ করে দিচ্ছেন যে

তিনি এখনও ফুরিয়ে যাননি।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ শামি। গুজরাত টাইটান্সের সেরা পেসারের ঝুলিতে রয়েছে ১৯ উইকেট। ভারতের জার্সিতে খেলা এই অভিজ্ঞ পেসার ৩৬৪ রান খরচ করেছেন এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে। 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ রানে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ঢুকে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীও। ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নাইট স্পিনার।

১৩ ম্যাচে ১৯ উইকেট রয়েছে তুষার দেশপাণ্ডেরও। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি। এই তরুণ পেসারও ১৩ ম্যাচ খেলেছেন। তবে তিনি বাকিদের থেকে একটু বেশি রান খরচ করেছেন। ইকনমি রেটে সামান্য এগিয়ে থাকায় পাঁচ নম্বরে রয়েছেন বরুণ। ছয়ে রয়েছেন তুষার।

আইপিএলের (IPL 2023) পয়েন্ট তালিকায় দাপট দেখাচ্ছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আর এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছড়ি ঘোরাচ্ছেন গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের বোলাররা। পার্পল ক্যাপের তালিকায় প্রথম পাঁচের মধ্যে দুটো স্থানই আপাতত গুজরাতের বোলারদের দখলে।               

আরও পড়ুন: প্লে-অফের দৌড়ে টিকে থাকল কেকেআর, রাজস্থানকে পর্যদুস্ত করল আরসিবি, আইপিএলের সেরা ৫ খবর