Teacher-Student ratio: শিক্ষক-পড়ুয়া অনুপাত বজায় রাখতে বদলির প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

আদালতের নির্দেশে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করে দিয়েছে শিক্ষা দফতর। এ বার দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক-পড়ুয়া অসামঞ্জস্য দূর করতে বদলির প্রক্রিয়া শুরু করল। বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি। চিঠিতে তিনি জেলার প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-ছাত্র অনুপাত বজায় রাখতে দ্রুত বদলির প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন।

এক মামলার প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন স্কুলে শিক্ষক-পড়ুয়া অনুপাত বজায় রাখতে শিক্ষকদের বদলি করতে হবে। তাঁর পর্যবেক্ষণে বিচারপতি বলেন, অন্য চাকরিতে যদি বদলির ব্যবস্থা থাকে তবে শিক্ষকদের ক্ষেত্রে কেন হবে না। তার পরেই শিক্ষক-পড়ুয়া সামঞ্জস্য বজায় রাখতে সক্রিয় হয় শিক্ষা দফতর।

(পড়তে পারে: উপাচার্য খুঁজতে পাঁচ জনের কমিটিতে ৩ জনই রাজ্য সরকারের প্রতিনিধি)

এ বার বদলির প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্যদ। চিঠিতে বলা হয়েছে, রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক ও পড়ুয়া অনুপাতে অসামঞ্জস্য রয়েছে। কোন কোন জেলায় স্কুলে অনুপাতে সামঞ্জস্যতা নেই তা ইতিমধ্যেই চিহ্নিত করেছে পর্ষদ। পর্ষদের তরফে সেই তালিকা ও বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে। সেই তালিকা ধরে বিভিন্ন জেলার শিক্ষা সংসদের চেয়ারম্যানদের বদলির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে পর্ষদ।

তবে পর্ষদ সূত্রে খবর, বিতর্ক এড়াতে বদলির ক্ষেত্রে পর্ষদের চেয়ারম্যানরা প্রয়োজনে পরামর্শ নিতে পারে প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের পরামর্শ নিতে পারে। কত সংখ্যক বদলি করা হল তা নিয়ে বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যানদের রিপোর্টও দিতে বলা হয়েছে পর্ষদকে।