Vinesh Phogat says no BJP woman MP has met at Jantar Mantar, video gone viral

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। কিন্তু তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতারি করা হয়নি। তাই দিল্লির যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে দেশকে পদক এনে দেওয়া ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও বজরং পুনিয়াদের (Bajrang Punia) মতো প্রথমসারির কুস্তিগীররা। আর সুবিচারের আশায় এবার মল্লিকা শীতারমণ (Nirmala Sitharaman), স্মৃতি ইরানিদের (Smriti Irani) মতো মহিলা কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি লিখলেন তাঁরা।

যৌন হেনস্তার (Sexual Harassment Of Wrestlers) অভিযোগ উঠেছে ফেডারেশন সভাপতি তথা বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে এক নারীই হয়ে উঠছে পারেন অন্য নারীর সবচেয়ে বড় কণ্ঠস্বর। এই আশা নিয়েই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখলেন কুস্তিগীররা। চিঠিতে তাঁরা লিখেছেন, “আমরা, ভারতে মহিলা কুস্তিগির ফেডারেশন সভাপতির যৌন হেনস্তার শিকার। তিনি সভাপতি থাকাকালীন একাধিকবার যৌন নিগ্রহ করেছেন। তাঁর বিরুদ্ধে সুর চড়ানোর চেষ্টা করা হলে সুবিচার পাওয়া তো দূরস্ত, কুস্তিগিরদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন তিনি। এবার মাথার উপর জল উঠে গিয়েছে। মহিলা কুস্তিগিরদের সম্মান রক্ষার জন্য লড়াই ছাড়া আর কোনও উপায় নেই।” 

এরপরই যোগ করা হয়েছে, “গত ২০দিন ধরে আমরা যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে সভাপতির ক্ষমতা শুধু আমাদের প্রশাসনের শিরদাঁড়া ভেঙেই দেয়নি, সরকারকে মূক ও বধিরও করে দিয়েছে। ক্ষমতাসীন দলের মহিলা সাংসদ হিসেবে আপনাদের কাছে আমাদের আশা, আপনারা সাহায্য করবেন। দয়া করে আমাদের সম্মান রক্ষার্থে আমাদের কণ্ঠস্বর হয়ে উঠুন। আশা করি একটু সময় বের করে যন্তরমন্তরেও আসতে পারবেন।” 

আরও পড়ুন: Barcelona FC: লা লিগা জিতেই কেন ভয়ে মাঠ ছাড়ল রবার্ট লেয়নডস্কির বার্সেলোনা? দেখুন শিউরে দেওয়া ভিডিয়ো

আরও পড়ুন: Lionel Messi In Barcelona: বার্সেলোনাতেই কামব্যাক করছেন মেসি! দাবি করলেন ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা

এদিকে দেশের প্রথমসারির কুস্তিগীরদের জোরাল আন্দোলনের জের। শনিবার অর্থাৎ ১৩ মে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (Indian Olympic Association)। এই নিষিদ্ধকরণের জেরে, কুস্তি ফেডারেশনের কোনও সরকারি কাজ বা প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারবেন না এই কর্তারা। আর এবার অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের কমিটিকে উৎখাত করে দিল আইওএ (IOA)। বরং জাতীয় ক্রীড়া ফেডারেশন পরিচালনার জন্য সরাসরি ক্ষমতা লাভ করল সদ্য গঠিত অ্যাড হক কমিটি।

এর আগে কুস্তিগীরদের প্রতি যৌন হেনস্তা মামলার মূল অভিযুক্ত ব্রিজভূষণের বয়ান রেকর্ড করেছিল দিল্লি পুলিস। শুক্রবার অর্থাৎ ১২ মে একটি বিবৃতি জারি দিল্লি পুলিসের তরফ থেকে বলা হয়েছিল, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়েছে। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াদের মতো প্রথমসারির কুস্তিগীরদের জোরদার আন্দোলনে জেরবার হয়ে উঠেছিল প্রশাসন। এরপর গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিস। সেই রিপোর্টের ভিত্তিতেই মূল অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছিল।  

এই ইস্যু নিয়ে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও দায়িত্বপ্রাপ্ত সিইও কল্যাণ চৌবে গত শুক্রবার, ১২ মে এই নির্দেশিকার অর্ডার জারি করেছেন। অর্ডারে বলা হয়েছে, ‘আইওএ দ্বারা গঠিত অ্যাড হক কমিটি, যা কুস্তির জন্য গঠিত হয়েছে, সেটি ক্রীড়া কোড অনুযায়ী জাতীয় ক্রীড়া ফেডারেশনের সকল দায়িত্ব ও কর্তব্য পালন করবে।’ ইতমধ্যেই কল্যাণ চৌবে বিদায়ী কর্তাদের তাদের সমস্ত সরকারি নথি অ্যাড হক কমিটিকে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে। যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নথি, আন্তর্জাতিক ইভেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য প্রশাসনিক নথি, ওয়েবসাইট নথি ইত্যাদি।

কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। সংযুক্ত কিষান মোর্চাও তাঁদের সমর্থনে সুর চড়িয়েছে। কিন্তু তাতেও প্রশাসনের কোনও হেলদোল দেখা যায়নি। এবার দেখার এই চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীরা কী পদক্ষেপ করেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)