Cancer research: চোখের লেন্স থেকে পরনের কাপড়, ক্যানসারের বিষ কোথায় কোথায়? খোঁজ দিলেন বিশেষজ্ঞরা

চোখের দৃষ্টি ভালো করতে অনেকেই কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। সেই লেন্স তৈরিতে ব্যবহার করা হয় একাধিক রাসায়নিক। তার মধ্যে একটি রাসায়নিকই ক্যানসার রোগের অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। সম্প্রতি সেই তথ্যই প্রকাশ্যে এল গার্জিয়ান সংবাদপত্রের একটি প্রতিবেদনে। এই গবেষণার স্বার্থে মোট ১৮টি কনট্র্যাক্ট লেন্সের নমুনা পরীক্ষা করে দেখেন গবেষকরা।‌ তাদের প্রতিটিতেই অতি মাত্রায় জৈব ফ্লুওরিনের উপস্থিতি দেখা গিয়েছে। এই বিশেষ যৌগটি পার অ্যান্ড পলিফ্লুওরোলকাইল সাবস্টেন্সের (পিএফএ) নির্দেশক। 

কমপক্ষে ১৪০০০টি আলাদা ধরনের পিএফএ বাজারে পাওয়া যায়। এগুলি জল ও তাপরোধক হিসেবে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ঘরোয়া নানা কাজেও এই পিএফএ ব্যবহার করা হয়। দেখা গিয়েছে, কাপড় তৈরি, আসবাব নির্মাণ, আঠা তৈরি, প্যাকিংয়ের জিনিস তৈরি ও তার নির্মাণে কাজে লাগে পিএফএ। পাশাপাশি কখনও বিয়োজিত হয় না বলে এগুলির আরেকটি নামও রয়েছে। তা হল ‘ফরেভার কেমিক্যাল’ অর্থাৎ চিরকালই একই দশায় থাকে এই  রাসায়নিক যৌগ।

আরও পড়ুন: চাঁদের এত স্পষ্ট ছবি আগে কখনও দেখেনি গোটা পৃথিবী! সমাজ মাধ্যমে ভাইরাল পোস্ট

আরও পড়ুন: ত্বকের বলিরেখা থেকে কালো ছোপ, সব ভ্যানিশ হয় একটি বাদামের গুণে! নামটা জানেন কি

পিএফএ যৌগ শুধু ক্যানসারের বড় কারণ, গর্ভাবস্থায় ভ্রুণের নানা জটিল সমস্যার পিছনেও দায়ী এই যৌগ। এর পাশাপাশি, লিভার, কিডনি ও অটোইমিউন রোগের কারণ হিসেবেও এই যৌগকে দায়ী করেন বিশেষজ্ঞরা। মামাভেশন ও এনভায়রনমেন্টাল হেলথ নিউজ পাবলিক হেলথ ব্লগের যৌথ উদ্যোগে এই গবেষণা করা হয়। তাতেই এমন তথ্য প্রকাশ্যে আসে। দেখা যায়, বাজার চলতি বিখ্যাত সংস্থার কনট্র্যাক্ট লেন্সগুলিতে ১০৫ পিপিএম থেকে ২০,৭০০ পিপিএম ফ্লুওরিন রয়েছে।

প্রতিটি কনট্র্যাক্ট লেন্সের ক্ষেত্রেই এই পরীক্ষার ফলাফল ১০০ পেরিয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের কথায় এর অর্থ স্বাভাবিক মাত্রার থেকে ৫০,০০০ গুণ বেশি মাত্রায় ক্ষতিকর রাসায়নিক যৌগ উপস্থিত রয়েছে কনট্র্যাক্ট লেন্সে। আর এই ফলাফলই রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু লেন্স নয়, ঘরোয়া জিনিসের মতোই টয়লেট পেপারেও ব্যবহার করা হয় ওই ‘ফরেভার কেমিক্যাল’। এই ‘ফরেভার কেমিক্যাল’ই ক্যানসার রোগকে মাথাচাড়া দিতে ইন্ধন জোগায়। পাশাপাশি উচ্চ রক্তচাপ থেকে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছে এই রাসায়নিক যৌগগুলিকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup