Harish Mukherjee Road: হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

অভিষেকের বাড়ির সামনে দিয়ে চাকরিপ্রার্থীদে হ্যারিকেন মিছিল আটকাতে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। রাজ্যের দাবি, সপ্তাহে কাজের দিনে একমুখি ওই রাস্তায় মিছিল হলে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হবে।

বুধবার সন্ধ্যায় কলকাতার শহিদ মিনার থেকে কালীঘাট দমকল কেন্দ্র পর্যন্ত হ্যারিকেন মিছিল করার অনুমতি চেয়ে লালবাজারের দ্বারস্থ হয়েছিল গ্রুপ ডির চাকরিপ্রার্থীরা। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি রাজশেখর মান্থা রায়ে জানান, মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তরে রাস্তার ৮০ শতাংশ জায়গা ছেড়ে মিছিল করতে হবে। মিছিল থেকে কোনও উত্তেজক স্লোগান দেওয়া যাবে না।

বিচারপতি মান্থার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। তাদের দাবি, সপ্তাহে কাজের দিনে একমুখি ওই রাস্তায় মিছিল হলে আইন শৃঙ্খলার সমস্যা হবে। এর আগে গত ৫ মে ওই পথে মিছিল করেন DA আন্দোলনকারীরা। তার পর মুখ্যমন্ত্রীর বাড়ি ও সংলগ্ন একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করে পুলিশ প্রশাসন।