IPL 2023 Emotional Feeling For Sunil Gavaskar After Getting The Autograph From MS Dhoni Watch


নয়াদিল্লি: গত রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এ মরসুমে নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলে ফেলল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নাইটদের বিরুদ্ধে ম্যাচে সিএসকে পরাজিত হলেও চিপকে দর্শকরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল। তাঁর কারণ অবশ্য়ই মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ম্যাচের শেষে ধোনিসহ গোটা সিএসকে দলকে ল্যাপ অফ অনার নিতে দেখা যায়। সেই সময়ই সুনীল গাওস্কর (Sunil Gavaskar) ধোনিকে তাঁর শার্টে সই করার অনুরোধ করেন এবং ধোনি সেই অনুরোধ রাখেনও বটে।

আবেগঘন গাওস্কর

এবার সেই অটোগ্রাফ দেওয়া নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাওস্কর। তিনি বলেন, ‘আমি যখন জানতে পারি সিএসকে এবং এমএস ধোনি মাঠে ল্যাপ অফ অনার নেবে, তখন আর আমি সুযোগ হাতছাড়া করিনি। সেই কারণেই আমি ধোনির অটোগ্রাফ নিতে ওর দিকে ছুটে যায়। এটা চিপকে ওর শেষ ম্যাচ। সিএসকে প্লে-অফে কোয়ালিফাই করলে অবশ্য এই মাঠে আবারও ওকে খেলতে দেখা যেতে পারে। তবে আমি সুযোগ হাতছাড়া করতে চাইনি। ভাগ্যবশত ক্যামেরা ইউনিটের একজনের কাছে মার্কার পেন ছিল। তাই ধোনির পাশাপাশি মার্কার পেনটা যার, তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’

ভারতীয় কিংবদন্তি কোনও রাখঢাক না করেই জানান যে ধোনির অটোগ্রাফ পেয়ে তিনি খানিকটা আবেগঘনই হয়ে পড়েন। ‘আমি ধোনির কাছে গিয়ে ওকে আমার শার্টে অটোগ্রাফ দেওয়ার জন্য বলি। আমার কথা রেখেছে ও। সত্যি বলতে ওটা আমার জন্য ভীষণই আবেগঘন মুহূর্ত ছিল। কারণ এই মানুষটা ভারতীয় দলের জন্য অনেক কিছু করেছে। কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় এবং ধোনির ছক্কা মেরে বিশ্বকাপ জেতানোটা আমি মৃত্যুর আগের মুহূর্তেও দে

খতে চাইব।’ বলেন গাওস্কর।

দেশে ফিরছেন বেন স্টোকস?

এবারের আইপিএল (IPL 2023) নিলামে ১৬.৫ কোটি টাকার বিরাট দামে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে (Ben Stokes) দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে স্টোকস প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। গোটা আইপিএল জুড়েই নিরন্তর চোটের সমস্যায় ভুগেছেন স্টোকস। এবার খবর অনুযায়ী তিনি আইপিএলের গ্রপ পর্ব শেষেই দেশে ফিরতে চলেছেন।

স্টোকস সিএসকের হয়ে প্রথম দুই ম্যাচেই খেলেন। তিনি ওই দুই ম্যাচে যথাক্রমে সাত ও আট করেন এবং একটিমাত্র ওভার বল করে তাতে ১৮ রান খরচ করেন। বিশ্ববন্দিত অলরাউন্ডারের এমন পারফরম্যান্স যে একেবারেই আশানুরূপ নয়, তা বলাই বাহুল্। এবার খবর অনুযায়ী আইপিএলের গ্রুপ পর্ব শেষ হলেই তিনি ইংল্যান্ডে ফিরতে চলেছেন। সিএসকের প্লে-অফে উঠা বা না উঠার ওপর তা দেশে ফেরাটা একেবারেই নির্ভরশীল নয় বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা