Shami’s Wife’s plea in Supreme Court: বিবাহ বিচ্ছেদের আইন অভিন্ন নয় কেন? মামলা শামি পত্নীর, নোটিশ জারি সুপ্রিম কোর্টের

বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে লিঙ্গ এবং ধর্ম নির্বিশেষে একটি অভিন্ন আইনের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। সেই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। এই একই ধরনের দাবি জানানো অন্যান্য আবেদনের সঙ্গে হাসিন জাহানের আবেদনটিকে যুক্ত করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। হাসিন জাহানের হয়ে মামলাটি করেছেন অ্যাডভোকেট দীপক প্রকাশ। আবদনে হাসিনের অভিযোগ, ২০২২ সালের ২২ জুলাই তালাক-উল-হাসানের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের নোটিশ পেয়েছিলেন তিনি। এই তালাক-উল-হাসানে একক ভাবে স্বামী বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন। মুসলিম পার্সোনাল ল’এর অধীনে রয়েছে এই বিধি। এই আবহে হাসিন ধর্ম নির্বিশেষে একটি অভিন্ন আইন প্রনয়ণের দাবি জানিয়েছেন।

আবেদনে অভিযোগ করা হয়েছে, মুসলিম পার্সোনাল ল’র জেরে ভুক্তভোগী হাসিন। এতে একাধিক ধরনের আইন বহির্ভূত তালাকের বিধি রয়েছে। তালাক-এ-বিদাত ছাড়া এই বাকি তালাকের বিধিগুলির মাধ্যমে স্বামী একক ভাবে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন। এই আবহে ভারতের সংবিধানে ১৪, ১৫ এবং ২১ অনুচ্ছেদে সংরক্ষিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন মুসলিম নারীরা।

এদিকে কয়েকদিন আগেই শামিকে গ্রেফতারির দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে ২০১৮ সালে বধূনির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই মামলায় নিম্ন আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল মহম্মদ শামির বিরুদ্ধে। পরবর্তীতে আলিপুর দায়রা আদালত সেই গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিয়েছিল। সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শামির স্ত্রী হাসিন জাহান। তবে হাসিনের সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

এর আগে ২০১৮ সালে হাসিন জাহান যাদবপুর থানায় শামির নামে অভিযোগ দায়ের করেছিলেন। হাসিনের অভিযোগ ছিল, পাকিস্তানি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে শামির। এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি। এছাড়া শামির বিরুদ্ধে বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা ও ধর্ষণের অভিযোগও জানান হাসিন। শামির স্ত্রী আরও অভিযোগ করেন, শামির দাদার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যও তাঁকে জোর করা হয়েছিল।