Sukanta Majumder: তৃণমূলের বুথ কমিটির সদস্যকে RSS-এর উর্দি পরিয়ে আনা হয়েছে: সুকান্ত

পূর্ব বর্ধমানের জোৎশ্রীরামে RSS-এর পোশাক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছিলেন এক যুবক। সেই যুবককে তৃণমূল কর্মী বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, উজ্জ্বল খাঁ নামে ওই যুবক তৃণমূলের স্থানীয় বুথ কমিটির সদস্য।

মঙ্গলবার বিধাননগরের EZCC-তে কেন্দ্রীয় সরকার আয়োজিত চাকরি মেলায় সুকান্তবাবু বলেন, ‘ওই ব্যক্তিকে RSS-এর পোশাক পরিয়ে পাঠানো হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল কারণ টুপিটাও ঠিক করে পরতে পারেনি। এটা প্রশান্ত কিশোরের দুর্বল চিত্রনাট্য। এভাবে কেউ দিনে দুপুরে গণবেশ পরে ঘুরে বেড়ায় না। রামগোপাল বর্মাও এর থেকে ভালো চিত্রনাট্য লেখেন।’

সোমবার পূর্ব বর্ধমানের রায়না – জামালপুর সড়কের জোৎশ্রীরামে RSS-এর উর্দি পরা এক যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড় করান। স্থানীয় একটি সেতুতে দীর্ঘ দিন ধরে আলো জ্বলে না বলে অভিযোগ করেন তিনি। এর পর রায়নায় এক জনসভায় অভিষেক বলেন, ‘এমন রাজনীতিই চাই। বিজেপির কার্যকর্তা তিনি সুকান্ত মজুমদার,শুভেন্দু অধিকারী, অমিত শাহকে না বলে আরএসএস-এর শাখা সংগঠনের ওই কর্মী আমার কাছে সমস্যার কথা জানাল। কারণ সে জানে তৃণমূল সরকারই কাজ করে। ’