Suvendu on Egra blast: পুলিশ দেহ লোপাট করছে, এগরা বিস্ফোরণে এখুনি NIA চাই: শুভেন্দু

এগরায় তৃণমূল নেতার বাড়িতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশ দেহ লোপাট করতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে ওই ঘটনায় অবিলম্বে NIA তদন্তের নির্দেশ দিতে হবে বলে দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে এক টুইটে এই দাবি করেছেন তিনি। সঙ্গে দাবি করেছেন, বিস্ফোরণ হয়েছে তৃণমূল নেতার বাড়িতে।

এদিন শুভেন্দুবাবু লেখেন, ‘পূর্ব মেদিনীপুরের এগরার সাহাড়া গ্রামে আঞ্চলিক তোলামূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগে (ভানু)-র বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয়দের কাছ থেকে খবর পাচ্ছি, হতাহতের সংখ্যা বহু। সেখান থেকে অবৈধভাবে দেহ সরাচ্ছে মমতা পুলিশ। অবিলম্বে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি’।

তাঁর আবেদন, ‘আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালকে যত দ্রুত সম্ভব তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আগেই NIA তদন্ত শুরু করতে বলব। বাংলা বারুদের স্তুপে পরিণত হয়েছে। ঈশ্বর বাংলাকে রক্ষা করুন’।

মঙ্গলবার দুপুরে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ৭। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিহতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, এই ঘটনায় এগরা থানার আইসির বিরুদ্ধে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন মমতা। বলেছেন, এই ঘটনায় NIA তদন্ত হলে আমার কোনও আপত্তি নেই। কিন্তু NIA যেন প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে। আর যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে সে যেখানেই পালাক না কেন আমরা তাকে ধরে আনব।