Divorce Cases: ‘বেশিরভাগ ডিভোর্সের মামলা প্রেমঘটিত বিয়ে থেকেই আসে’, বার্তা সুপ্রিম কোর্টের

ডিভোর্সের মামলা ঘিরে এদিন এক বড় বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত বলেছে, ‘বহু ডিভোর্স ঘটে প্রেমঘটিত বিয়ের থেকে’। সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গভই ও বিচারপতি সঞ্জয় কারোলের একটি বেঞ্চে এই ডিভোর্সের ইস্যুতে কোর্ট তার বক্তব্য জানায়।

একটি ডিভোর্সের মামলায় যখন এক পক্ষের আইনজীবী কোর্টকে জানান যে, এই বিয়ে প্রেমঘটিত বিয়ে ছিল, তখন বিচারপতি গভই বলেন, ‘বেশিরভাগ ডিভোর্সই প্রেমঘটিত বিয়ে থেকে হয়’। উল্লেখ্য, এই ডিভোর্সের মামলায় কোর্ট প্রথমে সমঝোতার রাস্তায় যেতে বলে দম্পতিকে। কিন্তু মামলায় স্বামী দাবি করেছেন, তিনি সমঝোতার রাস্তায় যেতে চাননা। সেই আবেদন নিয়ে তিনি কোর্টের দ্বারস্থ হন। তবে এই মামলায় শেষ পর্যন্ত দুই পক্ষকে ঝামেলা মিটিয়ে সমঝোতার রাস্তা বেছে নিতেই পরামর্শ দেয় কোর্ট। এর আগে, চলতি মাসেই ডিভোর্স নিয়ে সুপ্রিম কোর্টের তরফে আসে একটি বড়সড় বার্তা। সেখানে সুপ্রিম কোর্ট বলে, যে বিয়েতে আর সম্পর্ক জোড়া লাগার অবকাশ নেই, সেখানে অপ্রতিরোধ্য ভাঙনের হেতু বিবাহ বিচ্ছেদের পথে এগোনো সম্ভব। এক্ষেত্রে দুই পক্ষকে সেই মতে রাজি হতে হবে, কিছু ক্ষেত্রে কোনও এক পক্ষ ডিভোর্সের মামলা করলেও, এই বিধি কার্যকরী হতে পারে কয়েকটি শর্ত সাপেক্ষে। 

( মঞ্চে মুখ্যমন্ত্রী, ডায়াসে অসুস্থ শিশুকে ছুড়ে দিলেন বাবা! শিবরাজের সভায় কী ঘটল)

কোর্ট ১৪২ (১ ) ধারায় বিধির ক্ষেত্রে বলেছিল, যে বিয়েতে আর সম্পর্ক জোড়া লাগবে না, তা বাস্তবিক দিক থেকে প্রমাণিত হয়ে গিয়েছে, সেই বিয়ের ক্ষেত্রে এই বিধি লাগু হচ্ছে। তবে এই বিধিতে ডিভোর্স ধার্য করার ক্ষেত্রে কিছু শর্তের কথা বলা হয়েছে, যেমন কতদিন ওই দম্পতি একসঙ্গে রয়েছেন, এই বিবাদ মেটাতে কতদিন সময় নেওয়া হয়েছে, কতটা চেষ্টা করা হয়েছে, এই সমস্ত বিষয়কে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে বিধি লাগুর ক্ষেত্রে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup