Egra Blast: NIA তদন্ত রুখতেই এগরা বিস্ফোরণের FIR-এ বিস্ফোরক আইনের ধারা দিল না পুলিশ?

NIA তদন্ত এড়াতে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনায় দায়ের FIR-এ বিস্ফোরক আইনের কোনও ধারাই দিল না পুলিশ। এমনই অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। যদিও এই ঘটনার পর মঙ্গলবার বিকেলে নবান্নে বসে ‘NIA তদন্তে আপত্তি নেই’ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার ওড়িশা সীমান্ত লাগোয়া পূর্ব মেদিনীপুরের খাদিকুল গ্রামে তৃণমূল নেতার অবৈধ বাজি কারখানায় প্রবল বিস্ফোরণ হয়। ওই ঘটনায় এখনো পর্যন্ত ৯টি দেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি দেহ ছিন্নভিন্ন হয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে। সেই ঘটনায় বাজি কারখানার মালিক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগ, তাঁর ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তাতে খুনের অনিচ্ছাকৃত খুনসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। কিন্তু যে বিস্ফোরণ নিয়ে এত কাণ্ড তার FIR-এ বিস্ফোরক আইনের কোনও ধারাই নেই। অথচ মঙ্গলবার বিস্ফোরণের পরও ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অবৈধ কারখানার গোপন কুঠুরিতে পড়ে রয়েছে বস্তা বস্তা বারুদ।

বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী মুখে ‘NIA তদন্তে আপত্তি নেই’ বললেও আসলে NIA তদন্ত রুখতেই বিস্ফোরক আইনের ধারায় মামলা করেনি পুলিশ। বিস্ফোরক আইনে মামলা করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিতে হয় রাজ্য পুলিশকে। সেই রিপোর্ট খতিয়ে দেখে ওই ঘটনায় NIA তদন্তের প্রয়োজন রয়েছে কি না তা ঠিক করে কেন্দ্র। কিন্তু FIR-এ বিস্ফোরক আইনের ধারা না থাকায় এখন NIA তদন্তের একমাত্র পথ হল আদালত। আদালত নির্দেশ দিলে তবেই এই মামলায় যুক্ত হতে পারে বিস্ফোরক আইন। যার ফলে বিষয়টিতে NIA তদন্তের ব্যাপারে বিবেচনা করতে পারে কেন্দ্র।