IPL 2023: Get To Know The Points Table Team Position, Statistics And Other Records After Match 64


কলকাতা: সব দল অন্তত ১২ ম্যাচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে প্লে অফে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নরা এবারও ট্রফি জয়ের দাবিদার। প্লে অফের দৌড় থেকে (IPL Play Off) ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের ছবিটা ঠিক কী রকম?

রবিবার চেন্নাই সুপার কিংসের ডেরায় গিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে কেকেআর। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নাইটদের। শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হবে কেকেআরকে। জিততে হবে বিরাট ব্যবধানে। সেই সঙ্গে অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে যদি প্লে অফের দরজা খোলে। আপাতত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর।

সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফে যাচ্ছে গুজরাত।

রবিবার কেকেআরের কাছে হেরে গিয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে জিতলেই প্লে অফে পৌঁছ

ে যাওয়ার কথা সিএসকে-র। 

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লখনউ। বাকি ১ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল পাণ্ড্যরা।

প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

চার দল রয়েছে ১২ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। সাতে রয়েছে কেকেআর।

পাঞ্জাবের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। রান রেটে অনেকটা পিছিয়ে থাকায় আটে রয়েছে প্রীতি জিন্টার দল। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস নয়ে। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই নেই।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড