Table Tennis: লক্ষ্য টেবিল টেনিসে উঠতি প্রতিভাদের তুলে আনা, বিটিটিএ-র উদ্য়োগে শুরু সামার ক্যাম্প

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> ৩৭ তম ইন্ডিয়ান অয়েল টেবিল টেনিস সামার ক্যাম্প শুরু হয়ে গেল গত ১৫ মে থেকে। ভবানীপুরের নর্দান পার্কের কলকাতা স্কাউট অ্যান্ড গাইড হলে এই ক্যাম্প আয়োজিত হচ্ছে। বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৯৮৬ সালে প্রথম এই ক্যাম্প শুরু হয়েছিল। ৬ থেকে ১২ বছর বয়সের ছেলে মেয়েরা এই ক্যাম্পে অংশ নেবে।&nbsp;</p>
<p style="text-align: justify;">এই ক্যাম্পে দেখা যাবে বিশিষ্ট টেবিল টেনিস তারকা অনিন্দিতা চক্রবর্তী, কিশলয় বসাক, মৌমা দাস, পৌলমী ঘটক, সুতীর্থা মুখোপাধ্যায়, শিবাজী দত্ত, নুপূর সাঁতরা, কৃত্তিকা সিনহা রায় সহ আরও অনেককে। মূলত এঁরাই তত্ত্বাবধান করবেন কচিকাঁচাদের। এই পুরো ক্যাম্পটির আয়োজক দক্ষিণ কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। মূল দুটো ভেনুতে মোট ১০০জন ছেলে মেয়ে অংশ নেবে এই ক্যাম্পে।&nbsp;</p>
<p style="text-align: justify;">মূলত দুটো স্থানে ভাগ ভাগ করে এই ক্যাম্প আয়োজিত হবে। স্কাউট অ্যান্ড গাইড হলে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার হবে ক্যাম্প। আবার গড়িয়াহাটের বালিগঞ্জ ইনস্টিটিউটে সোম, বুধ, শুক্র এই ক্যাম্প আয়োজিত হবে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে ক্যাম্প। সম্প্রতি এই ক্যাম্পের উদ্বোধন হয়ে গেল। যার উদ্বোধনে হাজির ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা কৃত্তিকা সিনহা রায় ও প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>আজ আইপিএলে দিল্লি-পাঞ্জাব দ্বৈরথ</strong></p>
<p style="text-align: justify;"><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে আজ দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Pubjab Kings) একে অপরের মুখোমুখি হতে চলেছে। টুর্নামেন্টের প্রথম মরসুম থেকেই ২ দল পরস্পর মুখোমুখি হয়ে এসেছে। এখও পর্যন্ত ২ টো দল মোট ৩১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৬ বার জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অন্যদিকে ১৫ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দিল্ল ক্যাপিটালস (Delhi Capitals)। যেই মাঠে খেলা হচ্ছে আজ, সেই মাঠে এর আগে মোট ৩ বার দুটো দল মুখোমুখি হয়েছিল। তার মধ্য়ে পাঞ্জাব কিংস ২টো ম্যাচ জিতেছে ও ১টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। আজ ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে শুরু হবে এই ম্যাচ। তার ৩০ মিনিট আগে টস হবে।</p>
<p>এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে পাঞ্জাব কিংস। ৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে শিখর ধবনের দল। বাকি ৬ ম্যাচ হারতে হয়েছে তাঁদের। দিল্লির বিরুদ্ধে শেষ সাক্ষাতে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব শিবির।&nbsp;</p>