গুনাথিলাকার বিরুদ্ধে চারটি অভিযোগের তিনটি খারিজ

স্বস্তির খবরই পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে চারটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। যার তিনটি-ই খারিজ করে দিয়েছেন পাবলিক প্রসিকিউটর।

৩২ বছর বয়সী গুনাথিলাকা গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কান স্কোয়াডের সঙ্গে থাকার সময় সিডনিতে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তার পর মুক্ত জামিনে। শিথিল করা হয় জামিনের শর্তও।

ওই সময় নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে লঙ্কান ক্রিকেটারের আলাপের পরে তার সঙ্গে দেখা হয়। অভিযোগে বলা হয়েছে, ২ নভেম্বর সন্ধ্যায় রোজ বে’র একটি আবাসনে তাকে যৌন হয়রানি করেন দানুশকা গুনাথিলাকা। ওই নারী তার বিরুদ্ধে সিডনির থানায় ধর্ষণের অভিযোগ করেন।

গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের করা হয়। ধর্ষণসহ অভিযোগ আনা হয় মোট চারটি।

অতীত বলে লঙ্কান ক্রিকেটের ব্যাডবয় হিসেবে পরিচিত গুনাথিলাকা। শৃঙ্খলভঙ্গের কারণে তিনবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে দুবার নিষেধাজ্ঞার শাস্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।