IPL 2023 KKR Vs LSG: Lucknow Super Giants Captain Krunal Pandya Confident Ahead Of Match Against Kolkata Knight Riders


কলকাতা: প্লে অফের দৌড়ে ভাল মতোই রয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। ১৩ ম্যাচের শেষে ১৫ পয়েন্ট ক্রুণাল পাণ্ড্যদের (Krunal Pandya)। শেষ ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলেি প্লে অফ নিশ্চিত। এমনকী, হেরে গেলেও সুযোগ রয়েছে।

আর এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসে ফুটছেন ক্রুণাল। কেকেআর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের সমর্থকদের জন্য থাকছে চমক। কারণ, আইএসএল ও আইপিএলে মিলেমিশে একাকার হয়ে যেতে চলেছে এই ম্যাচে! কীভাবে?

শনিবার কেকেআরের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টসের সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন ক্রুণাল পাণ্ড্য-মার্কাস স্টোইনিসরা। ক্রুণাল বলেছেন, ‘মোহনবাগান ক্লাবের কথা আগে থেকেই জানতাম। এই বছরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আমি মোহনবাগানের খেলা দেখতে চাই। মোহনবাগান সমর্থকদের অনুরোধ, শনিবার আমাদের সমর্থন করতে মাঠে আসুন।’

টুর্নামেন্টের মাঝপথে বড় ধাক্কা খেয়েছে লখনউ। ঊরুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন অধিনায়ক কে এল রাহুল। তাঁর পরিবর্তে নেতৃত্বের ভার সামলাচ্ছেন ক্রুণাল। বলেছেন, ‘রাহুলের না থাকাটা আমাদের জন্য বিরাট ক্ষতি। আমরা কষ্ট পেয়েছি। কিন্তু এগি

ে যেতে হবে। সেটাই নিয়ম।’

নাইটদের ভরসা স্পিন শক্তি। বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা ছন্দে আছেন। আগের ম্যাচে বল হাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন সুনীল নারাইনও। কলকাতায় পৌঁছে ক্রুণাল বলছেন, ‘কেকেআরের তিন স্পিনারই দারুণ। আশা করব আমাদের সমস্যা হবে না। শেষ অবধি ব্যাট আর বলের লড়াই হবে।’

চলতি আইপিএলে বিধ্বংসী ছন্দে রিঙ্কু সিংহ। রিঙ্কু ক্রিজে থাকা মানে সব পরিস্থিতি থেকেই ম্যাচের রং পাল্টে যেতে পারে। উত্তর প্রদেশের ক্রিকেটারকে সমীহ করছেন ক্রুণাল। বলেছেন, ‘কেকেআরের সব ক্রিকেটারই বড় ফ্যাক্টর। রিঙ্কু দারুণ খেলছে। আমরা সবাই দেখেছি। তাই ফ্যাক্টর তো বটেই। তবে সমস্যা হবে না। আমরা ভালো খেলছি। সকলেই চেষ্টা করছি।’

ভাই হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সের অধিনায়ক। আগের মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। ক্রুণাল বলেছেন, ‘আমার সঙ্গে হার্দিকের সবসময়ই কথা হয়।’

ইডেনে ম্যাচ মানে গৌতম গম্ভীরের ঘরে ফেরা। কেকেআরকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গৌতি। সেই গম্ভীরই শনিবার থাকবেন প্রতিপক্ষ ডাগ আউটে। ক্রুণাল বলেছেন, ‘গৌতম গম্ভীরের থাকা বড় অ্যাডভান্টেজ। ও থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ও কেকেআর-কে জিতিয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগে ১০ বছরেরও বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে। গম্ভীর থাকায় আমাদের সুবিধা তো হবেই।’

আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি