The Kerala Story: নীতি পুলিশের কাজ করবেন না, কেরালা স্টোরি নিয়ে মমতাকে পরামর্শ শুভেন্দুর

এবার কেরালা স্টোরি ইস্যুতে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তারপরই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে বিস্ফোরক টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে লিখেছেন, আপনার কাজ হল পুলিশকে পরিচালনা করা কিন্তু নীতি পুলিশের কাজ করা নয়।আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আগে পালন করুন। কিন্তু তাতে তো রোজ ব্যর্থ হচ্ছেন। মানুষ কাকে গ্রহণ করবেন সেটা বাংলার মানুষের উপরেই ছেড়ে দিন। কোন বিষয়কে মানুষ প্রত্যাখান করবেন সেটাও মানুষের উপর ছেড়ে দিন। বাংলার মহান মানুষরা যথেষ্ট সহনশীল। তাঁদেরকে অন্যভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমি মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি।

কেরালা স্টোরির প্রদর্শন বাংলায় নিষিদ্ধ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তারপর এনিয়ে গোটা দেশজুড়ে বিতর্ক দানা বাঁধে। কেন কেবলমাত্র বাংলায় এই ধরনের সিনেমা নিষিদ্ধ করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এর মধ্যেই বৃহস্পতিবার কেরালা স্টোরির প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, দ্য কেরালা স্টোরি প্রদর্শনের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার তাতে স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। দেশের শীর্ষ আদালত ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছে, আমাদের সামনে যে সব যুক্তি পেশ করা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে (দ্য কেরালা স্টোরি) প্রদর্শনের উপর নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তিসম্মত নয়।

কার্যত রাজ্য সরকার এবার কেরালা স্টোরি ইস্যুতেও সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়ল। এতদিন বিরোধীরা বার বার দাবি তুলেছিলেন কেন বাংলায় কেরালা স্টোরি দেখানো যাবে না? এনিয়ে সিনেমা হলের সামনেই বিক্ষোভ আন্দোলন হয়েছে। শিল্পীরাও এনিয়ে নানা মতামত দিয়েছেন। মুক্তমনের বাংলায় কেরালা স্টোরি নিষিদ্ধকরণ মানতে পারেননি অনেকেই। এবার আদালত সরকারের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে।

তবে তার মধ্যে টুইট করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে মনে করালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।