ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ফিরছে ভারতে, উঠে গেল ব্যান

Battlegrounds Mobile India(BGMI): ভারতের বাজারে ফিরছে ব্যাটেলগ্রাউন্ডস। PUBG মোবাইলের পরিবর্তিত এই ভার্সান, শীঘ্রই দেশে ফিরে আসছে। গেমের ডেভেলপার সংস্থা, দক্ষিণ কোরিয়ার ক্রাফটন এক বিবৃতিতে এই বিষয়ে জানিয়েছে। ‘আমাদের কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার জন্য ভারতের কর্তৃপক্ষের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ,’ জানিয়েছে সংস্থা।

সাইবার নিরাপত্তাগত কারণে গত বছর অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে BGMI সরিয়ে দেওয়া হয়। এর আগের ভার্সান, PUBG মোবাইলও সেই একই নিরাপত্তাগত সমস্যা এবং চিনা যোগের কারণে ভারতে নিষিদ্ধ করা হয়। আরও পড়ুন: Video Games Effect: খুদে কি সারা দিন ফোনে বুঁদ হয়ে ভিডিয়ো গেম খেলছে? জানেন এর ফলে কী হতে পারে

ভারতে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা করছিলেন ক্রাফটনের আধিকারিকরা। কয়েকদিন আদেই এই বিষয়ে জানিয়েছিল ক্রাফটন। তার মাত্র কয়েকদিনের মধ্যেই Battlegrounds-এর প্রত্যাবর্তনের সুখবর দিল তারা। ইন্ডিয়া টুডে টেক-এর প্রতিবেদন অনুযায়ী, গেম দ্রুত লাইভ করতে আপাতত কেন্দ্রীয় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ক্রাফটন।

নয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, BGMI-এর ফুল-টাইম রিটার্নের জন্য ক্রাফটনকে সরকারের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। আপাতত তাদের ৯০ দিনের(তিন মাস) জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময়সীমার জন্য গেম অফার করার সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু এমন নির্দেশের কারণ কী? আসলে, শিশুদের মধ্যে গেমের প্রতি আসক্তি রোধ করার জন্যই এই সিদ্ধান্ত। অর্থাত্, নির্দিষ্ট সময়ের বেশি কোনও গেমার খেলতে পারবেন না। চাইলেই সারাদিন ধরে ব্যাটেলগ্রাউন্ডস খেলে চলা যাবে না।

ব্যাটেলগ্রাউন্ডসের মতো গেমের প্রতি শিশু, কিশোর-কিশোরীদের আসক্তি সত্যিই এক চিন্তার বিষয়। গত বছর, BGMI খেলতে বাধা দেওয়ায় এক কিশোর তার মাকে পর্যন্ত হত্যা করে। এরপর থেকেই কেন্দ্রীয় কর্তারা শিশুদের মনে গেমিং অ্যাডিকশনের প্রভাব নিয়ে সতর্ক হন।

PUBG-এর মতোই, BGMI-ও অল্প সময়ের মধ্যেই ভারতে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। লঞ্চের এক বছর পরেই প্রায় ১০ কোটি ইউজার হয়ে গিয়েছিল BGMI-এর। বিভিন্ন বড় ইভেন্টেরও আয়োজন করেছিল ক্রাফটন। কিন্তু পরে BGMI ব্যান হয়ে যাওয়ায় ধীরে ধীরে সেই জনপ্রিয়তা হারিয়ে যায়। তবে ব্যাটেলগ্রাউন্ড ফিরে এলে ফের সেই জনপ্রিয়তা ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। আপনি BGMI ফিরলে আবার খেলতে শুরু করবেন? আরও পড়ুন: Impact of Vedio games: অতিরিক্ত ভিডিয়ো গেম খেলছে আপনার সন্তান? সাবধান, কমতে পারে বুদ্ধি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup