মাঝ আকাশে দরজা খোলার জন্য চিৎকার আতঙ্কিত যাত্রীর, হুলুস্থুল কাণ্ড মুম্বইগামী বিমানে

মাঝ আকাশে আমেরিকার নিউ জার্সি থেকে মুম্বইগামী বিমানে হুলুস্থুল কাণ্ড। আতঙ্কিত হয়ে এক যাত্রী বিমানের মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করলেন। বিমানের দরজা খোলার জন্য উঠে পড়ে লাগেন ওই যাত্রী। শুধু তাই নয়, স্ত্রীকেও শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। আতঙ্কে ওই যাত্রীর স্ত্রী বিজনেস ক্লাস থেকে ইকোনমিক ক্লাসে গিয়ে লুকিয়ে পড়েন। বিমানসেবিকা এবং সহযাত্রীরা ওই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেও কোনও লাভ হয়নি। উলটে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই যাত্রী ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ জার্সি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে।

জানা গিয়েছে, ওই যাত্রী সস্ত্রীক বিজনেস ক্লাসে মুম্বই যাচ্ছিলেন। কিন্তু, বিমান উড়ান শুরু করার পরেই ওই যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে রীতিমত উত্তেজনামূলক আচরণ করেন ওই যাত্রী। মাঝ আকাশেই আতঙ্কে চিৎকার করতে থাকেন তিনি। বিমানের দরজা খোলার জন্যে ধাক্কাও দেন। বিমানকর্মীদের বহু চেষ্টাতেও বোঝানো যায়নি ওই যাত্রীকে। অবশেষে বিমানের দুই চিকিৎসক এসে ব্যক্তিকে শান্ত করেন। প্রায় ৭ ঘণ্টা ধরে যাত্রীর এই তাণ্ডব চলে। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান,

আতঙ্কিত বছরের ওই যাত্রী প্রায় ৬ ফুট লম্বা ছিলেন। তিনি শারীরিকভাবে সুস্থও ছিলেন। তারপরে হঠাৎ তিনি চিৎকার করতে শুরু করেন। তিনি বিমান থেকে নেমে যাওয়ার জন্য চিৎকার করেন। সেই সময় তিনি বিমানের দরজা খুলে দেওয়ার জন্য জোর ধরেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘থামুন, দরজা খুলুন’। কিন্তু, দরজা না খোলায় ওই যাত্রীদের ক্রুদের গালিগালাজ করতে শুরু করেন। স্ত্রীকেও মারধর করেন ওই যাত্রী। তাঁর স্ত্রী এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি শেষ পর্যন্ত স্বামীর কাছ থেকে পালিয়ে কিছু সময়ের জন্য ইকোনমি ক্লাসে লুকিয়ে পড়েছিলেন।

বিমান সেবিকা এবং সহযাত্রীরা তাঁকে থামানোর চেষ্টা করেও লাভ না হওয়াএয়ার ইন্ডিয়ার ক্রু অবশেষে বিমানে থাকা চিকিৎসকদের সাহায্য নেন। চিকিৎসকরা ওষুধ দিয়ে যাত্রীকে অবশেষে শান্তি করেন। কোনও দুর্ঘটনা ছাড়াই বিমানটি মুম্বাইয়ে অবতরণ করে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup