যেভাবে চুল সিল্কি করে কলা

রাসায়নিক উপাদান ব্যবহার করে চুল স্ট্রেট বা সিল্কি করা যায়। তবে এর রয়েছে অনেকগুলো পার্শ্বপ্রতিক্রিয়া। চুল ভেঙে যাওয়া কিংবা রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এভাবে চুল সিল্কি করলে। ঘরোয়া যত্নেই কিন্তু চমৎকার সিল্কি চুল পেতে পারেন। কলার কিছু প্যাক চুলে লাগান। হয়তো দীর্ঘস্থায়ীভাবে সিল্কি হবে না চুল। তবে নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে চুলের ধরনে আসবে বড় বদল। নিষ্প্রাণ ভাব ও রুক্ষতা দূর হয়ে মোলায়েম হবে চুল। পাশাপাশি চুল পাবে প্রয়োজনীয় পুষ্টি। কারণ কলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে। পাশাপাশি রয়েছে কার্বোহাইড্রেট ও মিনারেল। 

 

জেনে নিন চুলের যত্নে কলা ব্যবহারের কয়েকটি উপায় সম্পর্কে। 

১। দুটি পাকা কলা ব্লেন্ড করে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ টক দই মেশান। মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু দেওয়ার প্রয়োজন নেই। 

২। ২টি পাকা কলা মিহি করে চটকে নিন। ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ নারিকেলের দুধ মেশান এর সঙ্গে। আরও মেশান কয়েক ফোঁটা গোলাপজল ও ২ টেবিল চামচ অলিভ অয়েল। চুল সামান্য ভিজিয়ে তারপর লাগান এই প্যাক। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩। পাকা কলা চটকে লেবুর রস ও নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

৪। একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। ভেজা চুলে এই প্যাক লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।