IPL 2023: DC Will Be Wearing Rainbow Jersey Against CSK On Saturday Know Thier Winning Record Wearing It


নয়াদিল্লি: চলতি আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলগুলি ইতিমধ্যেই একটি ম্যাচে ভিন্ন জার্সি পরে মাঠে নেমেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals)। আইপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের জার্সি বদল করতে চলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

শেষ ম্যাচে ভিন্ন জার্সি

শনিবার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (DC vs CSK) লিগের শেষ ম্যাচে ঘরের মাঠেই খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই রামধনু থিমের জার্সি পরে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দলকে। ২০২০ সালে আরিসিবির বিরুদ্ধেই প্রথম এই জার্সি পরে মাঠে নেমেছিল দিল্লি। তারপর থেকে প্রতি বছরই দিল্লি একটি ম্যাচে এই রামধনু জার্সি পরে খেলে। দেশ হিসাবে ভারতের বৈচিত্র সেলিব্রেট করতেই দিল্লি এই জার্সি পরে খেলে।

গত মরসুমেও তাঁরা কেকেআরের বিরুদ্ধে এই জার্সি পরে খেলতে নেমেছিল। পরবর্তীতে সেই ম্যাচের জার্সি নিলামে তুলে তার থেকে প্রাপ্ত অর্থ কর্ণাটকের বিজয়নগরের এক ইনস্টিটিউটে দান করেছিল। এ মরসুমেও, এমন কিছু হতে পারে বলে আশা করাই যায়। প্রসঙ্গত, প্রথম দল হিসাবে এ মরসুমের প্লে-অফের দৌড় থেকে বহু আগেই ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁদের কাছে সেই অর্থে সিএসকের বিরুদ্ধে ম্যাচটা নিয়মরক্ষারই। বাড়তি তেমন কিছু পা

য়ার নেই ওয়ার্নারদের। 

 

লড়াইয়ের প্রতিশ্রুতি

তবে নিজেদের গত ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল দিল্লি। ওয়ার্নাররা নিশ্চয়ই জয় দিয়েই মরসুমটা শেষ করতে আগ্রহী হবেন। গত ম্যাচে দিল্লির নায়ক রাইলি রুসো কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে দিল্লি সিএসকের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত লড়াই করবে। ‘পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা স্বাধীনভাবে খেলব বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। পরের ম্যাচেও শেষ বল পর্যন্ত আমরা লড়াই করব। আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।’ বলেন রুসো। বর্তমানে ১৩ ম্যাচে পাঁচটি জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে দিল্লির দখলে। অপরদিকে, সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নেওয়া সিএসকে লিগ তালিকায় আপতত দুইয়ে রয়েছে।

আরও পড়ুন: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস