Madhyamik Result 2023: বিরাটের ভক্ত, ডাক্তার হতে চায় মাধ্যমিকে দ্বিতীয় রিফাত,জানাল সাফল্যের গোপন রহস্য

মালদহের রিফাত হাসান সরকার। মাধ্যমিকের মেধাতালিকায় তার স্থান একেবারে ২ নম্বরে। মাধ্য়মিকে বাংলায় দ্বিতীয় হয়েছে রিফাত। একেবারে নজরকাড়া সাফল্য রামকৃষ্ণ বিদ্যামন্দিরের এই পড়ুয়ার। তার এই সাফল্যs গর্বিত তার স্কুল। গর্বিত তার পরিবার।

শিলিগুড়ির একটি বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসার প্রশিক্ষণ নিচ্ছে সে। তার প্রাপ্ত নম্বর ৬৯১। অর্থাৎ সে শতাংশের হিসাবে পেয়েছে ৯৮.৭১ শতাংশ নম্বর। রিফাতের বাবা লিয়াকত আলি। আর মায়ের নাম মারজানা আখতার। দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। বাবা মায়ের কাছ থেকে সবরকম সহায়তা পেয়েছে রিফাত। পড়াশোনার ক্ষেত্রে তাঁরা ছিলেন রিফাতের বড় ভরসা। কীভাবে আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে সেই পথের সন্ধান দিয়েছেন, গাইড করেছেন তাঁরা। সেই সঙ্গেই স্কুলের অবদান সব সময় স্বীকার করছে রিফাত। স্কুলের শিক্ষকরাও নানাভাবে সহায়তা করেছেন। আর তার জেরেই এই নজরকাড়া সাফল্য।

রিফাত জানিয়েছে, রাজ্যে সেকেন্ড হওয়া আমার কাছে বড় খবর। তবে মাধ্যমিক যখন দিয়েছিলাম ভাবতাম ভালো ফল করব। কিন্তু সেকেন্ড হব এটা ভাবিনি। এটা আশার বাইরে ছিল। শুনে খুব ভালো লাগছে। ক্লাসে ছিলাম। স্যাররা বললেন। আমার লাস্টের তিন চার মাস রিভিশন করাটা খুব কাজে দিয়েছে। মাধ্যমিকের রিভিশন করাটা খুব জরুরী।মালদার রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। শেষের দিকে দিনে ৬-৭ ঘণ্টা পড়তাম। তবে প্রয়োজন হলে রাত জেগে পড়তাম। অথবা ভোরের দিকে উঠে পড়তাম। নিটের কোচিং নিচ্ছি। আগামীদিনে ডাক্তারি করতে চাই। স্কুলের হেডমাস্টার মহারাজকে ধন্যবাদ জানাব। খেলাধুলা, ফাঁকা টাইমে গল্পের বই পড়তে ভালো লাগে।

বিরাট কোহলিকে খুব পছন্দ রিফাতের। নিজেও বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে ভালোবাসে। রিফাত বলে, মাধ্যমিকের জন্য যারা প্রস্তুতি নিচেছে তাদেরকে বলব, যেটুকু পড়ে সেটুকু যেন এফেক্টিভ পড়ে। যতটুকু সিলেবাস সেটা যেন রিভিশন করে। মক টেস্ট দেয়। কতটা কী অগ্রগতি হচ্ছে সেটা তারা বুঝতে পারবে। মক টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। আগামীদিনের মাধ্য়মিক পরীক্ষার্থীদের জন্য টিপস দিল রিফাত।