Sunil Gavaskar Voices His Opinion In Favor Of Yashasvi Jaiswal Getting India Call Up


নয়াদিল্লি: আইপিএলের (IPL 2023) মঞ্চে প্রতিবছরই কিছু তরুণ তুর্কিরা নিজেদের পারফরম্যান্সে মাধ্যমে তাক লাগিয়ে দেন। হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরারা তো আইপিএলের মঞ্চ মাতিয়েই আজ জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। এ মরসুমেও বেশ কিছু তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভা ও পারফরম্যান্সে সকলকে চমকে দিয়েছেন। এদের মধ্যে পরিসংখ্যানের বিচারে অন্তত সবথেকে এগিয়ে রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

আত্মবিশ্বাসে ভরপুর

২১ বছর বয়সি যশস্বী এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১৩ ম্যাচ খেলে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৫৭৫ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৬.১৮। এই অনবদ্য ফর্মের সুবাদে ইতিমধ্যেই অনেক বিশেষজ্ঞ যশস্বীকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এবার সেই তালিকায় সামিল হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাওস্করও (Sunil Gavaskar)। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যশস্বী ফর্মে থাকতে থাকতেই তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি মনে করেন বর্তমানে যশস্বীর আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে এবং তিনি তাই এই মুহূর্তে সহজেই ভারতীয় দলের হয়েও মাঠ কাঁপাতে পারেন।

গাওস্কর বলেন, ‘কোনও ব্যাটার যদি টি-টোয়েন্টিতে ২০-২৫ বলে ৪০-৫০ রান করেন, তাহলে তিনি ঠিক ঠিকাই পারফর্ম করছেন। তবে ওপেনার হলে সেক্ষেত্রে যে কোনও দলই চাইবে যে ওপেনাররা ১৫ ওভার অবধি ক্রিজে টিকে থাকুক। এর মধ্যে যদি সে শতরান হাঁকিয়ে ফেলে, তাহলে দল সহজেই ২০০-র আশেপাশে রান তুলতে পারবে। সেই কারণেই এ মরসুমে যশস্বীর ব্যাটিং দেখে আমি খুবই খুশি হয়েছি। ওর টেকনিকটাও দুর্দান্ত।’ প্রসঙ্গত, যশস্বী এবারের আইপিএল মরসুমে ইতিমধ্যেই একটি শতরান হাঁকানোর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি অপরাজিত ৯৮ রানের ইনিংসও খেলেছেন। চারটি অর্ধশতরানও হাঁকিয়েছেন রাজস্থান ওপেনার।

প্রাক্তন ভারতীয় ওপেনার আরও যোগ করেন, ‘আমার মনে হয় ও (আন্তর্জাতিক ক্রিকেটের জন্য) তৈরি এবং ওকে সুযোগ দেওয়াও উচিত। ফর্মে থাকতে থাকতে কেউ সুযোগ পেলে, তাঁর আত্মবিশ্বাস একেবারে শীর্ষে থাকে। আন্তর্জাতিক অভিষেকের সময় তো মনে দ্বিধা-দন্দ্ব থাকেই। সেই সময় যদি ব্যাটাররা ফর্মে না থাকে, তাহলে সেই দ্বিধাটা আরও বেড়ে যায়। তাই ফর্মে থাকতে থাকতে সুযোগ পাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।’