Terrorist attacks: জঙ্গি হানার জন্য় কি টুইটার, ফেসবুক, Google দায়ী?বিরাট রায় মার্কিন সুপ্রিম কোর্টের

কোনও জঙ্গি হামলার জন্য় ফেসবুক, টুইটার বা গুগল দায়ী নয়। মূলত জঙ্গি হানায় ক্ষতিগ্রস্তদের এই পরিণতির জন্য দায়ী নয় সোশ্যাল মিডিয়া। জানিয়ে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। কোর্টের তরফে রায় দিয়ে বলা হয়েছে, ওই সোশ্য়াল মিডিয়াগুলি আইএস জঙ্গি হামলায় সহায়তাও করে না, কোনও কট্টরপন্থী গ্রুপকে সাপোর্টও করে না।

তবে এর প্রেক্ষাপটটাও একটু জেনে নেওয়া যাক। এবিসি নিউজের রিপোর্ট অনুসারে তুর্কিতে জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত একটি পরিবার এনিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই মামলায় আদালত জানিয়েছে, টুইটার সহ অন্যান্য় সোশ্য়াল মিডিয়াকে এনিয়ে দায়ী করা যায় না যে তারা জঙ্গি সংগঠনকে সহায়তা করে।

এদিকে মামলাকারীদের তরফে আবেদন করা হয়েছিল, ফেসবুক, টুইটার, গুগলকে জঙ্গি হামলার জন্য় দায়ী করা দরকার। তবে বিচারপতি ক্লারেন্স থমাস জানিয়েছিলেন, আইসিস যাতে হামলা চালায় সেকারণে ওই সমস্ত জঙ্গি সংগঠন সহায়তা করে এমন কোনও উপযুক্ত প্রমাণ আবেদনকারীর তরফে হাজির করা যায়নি।

সেই সঙ্গেই বিচারপতি জানিয়েছেন, আইসিসের মতো সংস্থাগুলি এই সমস্ত প্লাটফর্মগুলি ব্যবহার করার চেষ্টা করে। কখনও তার পরিণতি হয় ভয়াবহ। কিন্তু সেটা তো সেল ফোনে, ইমেলে, অথবা ইন্টারনেটের মাধ্যমেও হতে পারে।

নিউ ইয়র্ক পোস্টে উল্লেখ করা হয়েছে, জঙ্গি হানায় মৃত্য়ু হয়েছিল এক মহিলার। সেই পরিবারের সদস্যরাই আদালতে গিয়েছিলেন।