এফ-১৬ ইস্যুতে পশ্চিমা দেশগুলো ‘ভয়াবহ ঝুঁকিতে’ পড়বে: রাশিয়া

ইউক্রেনকে অত্যাধুনিক ‘এফ-১৬’ যুদ্ধবিমান সহায়তা দিলে পশ্চিমা দেশগুলোকে ‘ভয়াবহ ঝুঁকিতে’ পড়তে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো এফ-১৬ সরবরাহ প্রসঙ্গে শনিবার (২০ মে) সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তাস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দীর্ঘদিনের গরিমসির পর ইউক্রেনকে অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে পশ্চিমা মিত্র দেশগুলোকে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় চলমান জি-৭ সম্মেলনের বৈঠকে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ প্রসঙ্গে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো চরম ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা অর্জনের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব ধরনের উপায় রয়েছে।’

পশ্চিমা মিত্রদের কাছে বরাবরই যুদ্ধবিমান চেয়ে আসছিল ইউক্রেন। এফ-১৬ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে শনিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘এই পদক্ষেপ আমাদের বিমান বাহিনীকে উন্নত করতে ব্যাপক সাহায্য করবে।’

ইউক্রেনকে এতদিন এফ-১৬ যুদ্ধবিমান না দিলেও সোভিয়েত আমলের মিগ-২৯ দিয়েছে স্লোভাকিয়া ও পোল্যান্ড। এছাড়া ধারবাহিকভাবে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা মিত্র দেশগুলো। এই যুুদ্ধে কিয়েভকে নজিরবিহীন সহায়তা দেওয়া নিয়ে বার বার হুমকি দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।