IPL 2023 KKR vs LSG Live: Kolkata Knight Riders vs Lucknow Super Giants live commentary records stats at Eden Gardens

কলকাতা: এক দলের সামনে আজ মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা তৈরি করতেও জিততেই হবে। আর সেটা বিরাট ব্যবধানে। অন্য দল তুলনামূলকভাবে ভাল জায়গায়। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট। তবে প্লে অফ এখনও নিশ্চিত নয়। জিতলে তবেই টিকিট কনফার্ম।

শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)।

পয়েন্ট টেবিলে আপাতত সাত নম্বরে রয়েছে কেকেআর। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। তবে নাইটদের উদ্বেগে রাখছে নেট রান রেট। যাতে বেশ পিছিয়ে কেকেআর। 

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পাণ্ড্যদের। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকা যাবে।

চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিতে কেকেআরের লড়াই তিন দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের কাছে হেরে শুক্রবার প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস।

আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। নেট রান রেট + ০.১৮০। বিরাট কোহলিদের ম্যাচ বাকি গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবিকে বিরাট ব্যবধানে হারতে হবে। তবে কেকেআরের সুবিধা।

পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট রাজস্থানের। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে তারা। রান রেট ০.১৪৮।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাদের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রবিবার। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারতেই হবে। এবং সেটাও বড় ব্যবধানে। তাহলে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর।

অঙ্ক বলছে, আজ যদি লখনউ সুপার জায়ান্টসকে ১০২ রানে হারাতে পারে কেকেআর, তবে রাজস্থান রয়্যালসকে নেট রান রেটে পিছনে ফেলতে পারবে। আর ১১১ রানে জিতলে তবে আরসিবিকে নেট রান রেটে পেরতে পারবেন নাইটরা।

 

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি

আরও পড়ুন: পয়েন্ট টেবিল দেখছেন না, শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে চান কেকেআর কোচ