Local Trains Cancelled: ৪ দিন শিয়ালদা ডিভিশনে বাতিল কয়েকটি লোকাল, হাওড়াতেও চলবে না একাধিক ট্রেন- তালিকা

জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ চলবে। সেজন্য চারদিন শিয়ালদা-বজবজ শাখায় এক জোড়া ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মে, আগামী ২৪ মে, আগামী ৭ জুন এবং আগামী ১৯ জুন দুটি করে শিয়ালদা-বজবজ লোকাল ট্রেন বাতিল থাকছে। সেইসঙ্গে উন্নয়নমূলক কাজের আগামিকাল (সোমবার) থেকে আগামী ২ জুন পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যে শাখায় আগে থেকেই ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলছে। সেই সময়সীমা আরও বাড়ানো হল।

শিয়ালদা-বজবজ শাখায় বাতিল ট্রেন

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, জোকা-মেট্রো প্রকল্পের কারণে ২৩ মে (মঙ্গলবার), ২৪ মে (বুধবার), ৭ জুন (বুধবার) এবং ১৯ জুন (সোমবার) (ইংরেজি মতে) মাঝেরহাট স্টেশনে চার ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে (রাত ১২ টা ৩০ মিনিট থেকে ভোর ৪ টে ৩০ মিনিট)। সেজন্য ওই চারদিন ৩৪১১২ শিয়ালদা-বজবজ লোকাল ট্রেন এবং ৩৪১১১ বজবজ-শিয়ালদা লোকাল ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ শিয়ালদা-বজবজ লোকালের প্রথম জোড়া ট্রেন (শিয়ালদা থেকে রাত ৩ টে ৪৫ মিনিটে ছাড়া ট্রেন এবং বজবজ থেকে ভোর ৪ টে ৪৫ মিনিটে ছাড়া ট্রেন) বাতিল থাকবে।

আরও পড়ুন: Majherhat Metro Station: বেআইনি জিমে ‘হোঁচট’ মাঝেরহাট মেট্রো স্টেশনের, সরানোর জন্য রাজ্যকে আর্জি RVNL-র

হাওড়া ডিভিশনেও বাতিল একাধিক ট্রেন

পূর্ব রেলের তরফে জানান হয়েছে, রেললাইনের কাজ ও ইলেকট্রিক সংক্রান্ত কাজের জন্য এখন যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলছে, সেটা আরও বাড়ানো হচ্ছে। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় কয়েকটি ট্রেন বাতিল থাকবে। কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা দেখে নিন –

১) হাওড়া থেকে বাতিল ট্রেন: ৩৭৬১১, ৩৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১ এবং ৩৬৮২৫।

২) পাণ্ডুয়া থেকে বাতিল ট্রেন: ৩৭৬১৪।

৩) বর্ধমান থেকে বাতিল ট্রেন: ৩৭৮৩৪ এবং ৩৭৮৪০।

৪) তারকেশ্বর থেকে বাতিল ট্রেন: ৩৭৩৫৪।

৫) গুড়াপ থেকে বাতিল ট্রেন: ৩৬০৭২।

৬) শ্রীরামপুর থেকে বাতিল ট্রেন: ৩৭০১২।

আরও পড়ুন: Howrah to Puri Vande Bharat Express Fare: শতাব্দীর থেকেও কম ভাড়া বন্দে ভারতের চেয়ার কারে! অথচ পৌঁছাবে ৭০ মিনিট আগেই

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)