Sukanta Majumder on Madan Mitra: বিজেপির সঙ্গে কি গোপনে যোগাযোগ রাখছেন মদন মিত্র? ফাঁস করলেন সুকান্ত

SSKM-এ রোগী ভর্তি করাতে না পেরে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মন্ত্রী হতে না পারার দুঃখে এসব করছেন মদন মিত্র।

এদিন সুকান্তবাবু বলেন, ‘মদনদার সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। উনি তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসই করুন। আমরা চাইব, আরও ভালো করে করুন। SSKM-এ মাঝে মাঝেই যান। গিয়ে রোগী ভর্তি করানোর চেষ্টা করুন’।

এর পর সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে মদন মিত্রের ক্ষোভের কারণ কী? জবাবে সুকান্তবাবু বলেন, ‘এ দিল মাঙ্গে মোর। মন্ত্রী হতে পারেননি, তাই দুঃখে এসব করছেন’।

শুক্রবার রাতে SSKM হাসপাতালে রোগী ভর্তি করাতে গিয়ে ব্যর্থ হন মদন মিত্র। এর পরই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে ঘুষ নিয়ে রোগী ভর্তি ও দালালরাজের অভিযোগ করেন তিনি। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে SSKM-এর অধিকর্তা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে মদন মিত্রের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে চলেছে SSKM কর্তৃপক্ষ। এতে মদনের ক্ষোভের আগুনে ঘি পড়ে। এমনকী দলের নেতা – মন্ত্রীদের আক্রমণ করতে শুরু করেন তিনি। এমনকী গুন্ডামি করেছি প্রমাণ করতে পারলে বিধায়ক পদে ইস্তফা দেব।