কাজী নূর-উজ্জামান চতুর্থ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

‘সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়ন’ শীর্ষক কাজী নূর-উজ্জামান চতুর্থ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে)  বিকাল সাড়ে চারটায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের ৭নং সেক্টর কমান্ডার লে. কর্নেল কাজী নূর-উজ্জামান স্মরণে অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ‘সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়ন’ শিরোনামে বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট শিল্পী ও গবেষক লুবনা মারিয়াম।

বক্তৃতায় সংস্কৃতির বিরাট প্রকল্প ধরে আলোচনায় আর্থ-সামাজিক কর্মকাণ্ডে সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোচনার সূচনা করেন। লুবনা মারিয়াম জনগণের নিজস্ব ক্ষমতায়নের প্রক্রিয়া নির্ণয় এবং বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, এই অঞ্চলে মানব অধিকারের জন্য রাজনৈতিক আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সংস্কৃতি উন্নয়নের মধ্যে অবস্থিত নয়; বরঞ্চ উন্নয়নই সংস্কৃতির মধ্যে অনুবিদ্ধ।

সাংস্কৃতিক অসঙ্গতির উদাহরণ তুলে ধরে লুবনা মারিয়াম  ‘সংস্কৃতি এবং রাষ্ট্র’,  ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য’, ‘ঐতিহ্য সংরক্ষণ’, ‘সংরক্ষণের উদ্দেশ্য’ ‘ঐতিহ্য সংরক্ষণের প্রক্রিয়া’, ‘জনগোষ্ঠীর ক্ষমতায়ন’, ‘অভ্যন্তরীণ ক্ষমতায়ন’ ‘বাহ্যিক ক্ষমতায়ন’ ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।