Banti aur Babli: স্থানীয়দের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে বেপাত্তা নৈহাটির দম্পতি

চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ উঠল নৈহাটির এক দম্পতির বিরুদ্ধে। নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লির বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী মজুমদার নামে ওই দম্পতি এলাকার বহু মানুষের কাছ থেকে দেড় কোটি টাকার বেশি তুলেছেন বলে অভিযোগ। দিন কয়েক ধরে তাঁদের বাড়িতে তালা ঝুলতে দেখেন স্থানীয়রা। ফোনেও যোগাযোগ করতে পারেননি। শনিবার টাকা ফেরতের দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় খুব মিশুকে বলে পরিচিত ছিলেন ওই দম্পতি। কাউকে পিসি, কাউকে ভাই, কাউকে দাদা বলে ডাকতেন। মিষ্টি কথা বলে নানা অছিলায় তাদের কাছ থেকে কখনও নগদে ধার নিতেন। কারও কাছ থেকে আবার চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন। বদলে স্ট্যাম্প পেপারে টাকা নেওয়া ও তার শোধের বিস্তারিত লিখে সই করে দিতেন। ফলে সন্দেহ হয়নি কারও।

সম্প্রতি ধারের টাকা ফেরত চাইলে দম্পতি নানা বাহানা করতে থাকে। দিন কয়েক আগে বাড়ি ছেড়ে চলে যান তাঁরা। তার পর তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না কেউ। এর পরই টাকা ফেরতের দাবিতে শনিবার অরবিন্দ পল্লিতে দম্পতির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ আধিকারিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পৌঁছন স্থানীয় কাউন্সিলর। তিনি জানান দম্পতি অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছেন বলে শুনেছি। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে কারও কাছ থেকে ৫ লক্ষ, কারও কাছ থেকে ১০ – ১৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছেন না। পুলিশকে বিষয়টি দেখতে বলেছি। সাধারণ মানুষের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে।