Howrah-Puri Train Accident: লাইনে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে বগি, হাওড়া থেকে ছেড়ে যাওয়া পুরীগামী ট্রেনে দুর্ঘটনা

হাওড়া থেকে ছেড়ে যাওয়া পুরীগামী সুপারফাস্ট এক্সপ্রেসে দুর্ঘটনা। চলন্ত ট্রেনের কাপলিং খুলে ইঞ্জিনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনের বগি। দুর্ঘটনাটি ঘটে গভীর রাতে। জানা গিয়েছে, অধিকাংশ যাত্রী সেই সময় ঘুমাচ্ছিলেন। তবে এই দুর্ঘটনার জেরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি বিগড়ে যেতেই পারত। কিন্তু পরে তা সামাল দেয় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ ভোরে ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে সুপারফাস্ট এক্সপ্রেসটি। জানা গিয়েছে, সকালে অন্য বগি এনে যাত্রীদের তাতে তুলে দিয়ে যাত্রা শুরু হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তবে বড়সড় দুর্ঘটনা না হওয়ায় স্বস্তিতে যাত্রীরা।

রেলের তরফে মেলা তথ্য অনুযায়ী, রাত ১টা ৫ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢুকছিল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। সেই সময় চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। ট্রেনের অধিকাংশ বগি বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন থেকে। সামনের দু’টো বগি নিয়ে এগিয়ে যায় ট্রেনের ইঞ্জিন। এদিকে গভীর রাত হওয়ায় ট্রেনের অধিকাংশ যাত্রীর তখন চোখ বন্ধ। তবে হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভাঙে অনেকের। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। মাঝরাতে এভাবে মাঝলাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ার কারণ সেই সময় অনেকেই বুঝতে পারেননি। কিছুক্ষণ পরে অবশ্য বিষয়টি সম্পর্কে অবগত হন যাত্রীরা। তবে তখন মাঝরাতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এদিকে ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষও তৎপর হয়ে ওঠে।

দুর্ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষের তরফে মেরামতির দল পাঠানো হয় ঘটনাস্থলে। তবে বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পরও কাপলিং জোড়া লাগাতে অক্ষম হন রেলের কর্মীরা। এর জেরে দীর্ঘক্ষণ নেকুড়সেনি স্টেশনের অদূরেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে কাপলিং মেরামতি না হওয়ায় খুলে যাওয়া বগি থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। ততক্ষণে ঘটনাস্থলে নতুন বগি পাঠায় রেল কর্তৃপক্ষ। সেই নতুন বগিতে তোলা হয় খুলে যাওয়া বগির যাত্রীদের। দুর্ঘটনার প্রায় প্রায় ৫ ঘণ্টা পর ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। রেলের তরফে জানানো হয়, আজ সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ পুরীর উদ্দেশে ছুটতে শুরু করে সুপারফাস্ট এক্সপ্রেসটি। এদিকে এই দুর্ঘটনার জেরে এই রুটের ট্রেনে কোনও বিলম্ব রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এই রুট দিয়েই আজ সকালে বন্দে ভারত ট্রেনের যাওয়ার কথা। রেলের ওয়েবসাইট অনুযায়ী, নেকুড়সেনি স্টেশন দিয়ে ৮টা ১২ মিনিটে যাওয়ার কথা পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসের।