MI vs SRH LIVE Score: সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতল মুম্বই, প্রথমে বোলিং করবেন রোহিতরা

<p>মুম্বই: ঘরের মাঠে ডু অর ডাই ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)। যারা আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। হারানোর কিছু নেই এইডেন মারক্রামদের। আর তাই প্রতিপক্ষ হিসাবে তাঁরা বিপজ্জনক হয়ে উঠতে পারেন।&nbsp;অন্যদিকে, প্লে অফ এখনও নিশ্চিত নয় মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ম্যাচে জিততেই হবে রোহিত শর্মাদের। তারপরও রান রেটের জটিল অঙ্ক সামলাতে হতে পারে। পাঁচবারের চ্যাম্পিয়নরা তাই বেশ চাপে।</p>
<p>মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম স্তম্ভ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অবশ্য বলছেন, তাঁরা আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো করেই সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচকে দেখছেন। ম্যাচের আগের দিন স্কাই বলেছেন, ‘আমাদের কাছে এটা আর পাঁচটা ম্যাচের মতোই। আমরা জানি ওয়ামখেড়ে স্টেডিয়ামে শেষ চার-পাঁচটা ম্যাচে কী করেছি। আমাদের শক্তি কী সেটা জানি আর সেই অনুযায়ী খেলব।'</p>
<p>ঘরের মাঠের সমর্থকদের সামনে মরণ-বাঁচন ম্যাচ খেলতে হচ্ছে বলে স্বস্তিতে মুম্বই শিবির। সূর্য বলেছেন, ‘ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলা সব সময়ই সুবিধার। সব দলই চায় লিগ পর্বের শেষ ম্যাচ ঘরের মাঠে খেলতে। আমরা প্রচুর সমর্থন পাব।’&nbsp;তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন সূর্যকুমার। বলেছেন, ‘আমরা নিজেদের নিয়ে ভাবছি। কোন কৌশল আমাদের কাজে লাগছে, সেটায় মনোনিবেশ করছি।'</p>
<p>উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সূর্য অবশ্য বলছেন, ‘আমি যে শটই খেলি না কেন, প্রস্তুতি সেরে নিই। হয় নেটে। অথবা মনে মনে। সব সময় ফিল্ডিং অনুযায়ী শট খেলার চেষ্টা করি। আমি বিরাট ছক্কা মারার চেষ্টা করি না। তবে কম ঝুঁকিপূর্ণ আর বেশি লাভবান শট খেলার চেষ্টা করি। আমি মনে করি, যত বেশ সময় ক্রিজে কাটাতে পারব, দলের তত বেশি লাভ হবে। আমি ১৫-২০ মিনিটের বেশি অনুশীলন করি না। জানি কোন জায়গা দিয়ে রান করতে পারি। সেখানেই শট খেলি। তাতে যদি রান না আসে তো ঠিক আছে। আমি আবার প্র্যাক্টিসে সেই শটগুলো ঘষামাজা করি।'</p>
<p>গত ১৮ মাসে তাঁর কেরিয়ারেও চড়াই-উতরাই গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচে তিন শূন্যর ধাক্কায় কাবু ছিলেন। তবে&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে ছন্দে ফিরেছেন সূর্য। তাঁর কথায়, ‘মাটিতে পা রেখে চলো বা ভারসাম্য বজায় রাখো বলাটা খুব সহজ। বাস্তবে অতটা সহজ নয়। তবে একবার ভারসাম্য পেয়ে গেলে তা খেলায় প্রতিফলিত হয়।'</p>