‘‌শচীন রিটায়ার করতে পারলে কেন আমি নয়?’‌, অবসর নিয়ে জল্পনা বাড়ালেন মদন

দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, মদনদার আবেগের বিস্ফোরণ হয়েছিল। এখন এই চ্যাপ্টার ক্লোজড। তারপরই মদন মিত্রের অবস্থানও বদল হয়ে যায়। এসএসকেএম বয়কটের মন্তব্য থেকে সরে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ততক্ষণে ভবানীপুর থানায় এফআইআর করে বসেন এসএসকেএম কর্তৃপক্ষ। পরিস্থিতি বিতর্কের সৃষ্টি করছে দেখে মদন–কুণাল বৈঠক হয়। এই বৈঠকের আগে একবার নিজের পদত্যাগ দেওয়ার কথা বলেছিলেন মদন মিত্র। এবার আবার একই কথা বলে শোরগোল ফেলে দিলেন রাজ্য–রাজনীতিতে।

এদিকে এসএসকেএম নিয়ে যখন মদনের সঙ্গে তোলপাড় অবস্থা চলছিল তখন দলের প্রতি আনুগত্য জানিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তখন তাঁর বক্তব্য ছিল, ‘‌কণ্ঠে আমার কাঁটার মালা, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারের জন্য কেস খাইনি।’‌ পরে নিজের এমন পাচার মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ান তিনি। তবে মদনকে সরাসরি বুঝিয়ে দেওয়া হয়েছিল, এই বিতর্কে সরকার তাঁর পাশে নেই। তখন মদন পদত্যাগের হুঁশিয়ারিও দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের কথা বলে চ্যালেঞ্জের সুরে মদন জানান, তিনি তেইশ মাস জেলে থাকাকালীন কী হয়েছিল?‌ তা নিয়ে লিখলে সেই বই বেস্ট সেলার হবে।

অবসর নিয়ে কী বলেছেন মদন?‌ অন্যদিকে মদন মিত্রকে দল চাপে রাখলে তিনি চুপ করে যাননি। রাজনীতি থেকে অবসর নেওয়ার জল্পনা বাড়িয়ে দিয়েছেন। যা নিয়ে আজ সোমবার আবার জোর চর্চা শুরু হয়েছে। মদন মিত্রের কথায়, ‘‌এসএসকেএমে গিয়ে কী বলেছি মনে নেই। আমি হ্যালুসিনেশনে ভুগছি। আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে। আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট। অবসরের প্রস্তুতি নিচ্ছি, শচীন রিটায়ার করতে পারলে কেন আমি নয়? অবসর জীবনে ছোটদের পড়াব।’‌ এই মন্তব্য এখন রীতিমতো সাড়া ফেলে দিয়েছে রাজ্য–রাজনীতিতে।

আর কী জানা যাচ্ছে?‌ রবিবারও মদনের গলায় অবসরের কথা শুনে দলের অন্দরে অনেকে ফিসফাস করতে শুরু করেছে। বিরোধীরাও এই অবস্থার সুযোগ নিতে শুরু করেছে। তবে অভিমানের সুরেই মদন বলেন, ‘‌মেসি, রোনাল্ডো, শচীন, ধোনি রিটায়ার করবে আর মদন মিত্র রিটায়ার করবে না? তবে আমি একটা জিনিস বুঝেছি, মানুষের সঙ্গে থাকতে হবে। মনে হচ্ছে আমাকেও পড়াশোনা করতে হবে। কারণ মনে হচ্ছে ব্যাকডেটেড হয়ে যাচ্ছি।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup