BBC Documentary case in Delhi HC: মোদী ডকুমেন্টারির জেরে বিপাকে বিবিসি, মানহানি মামলায় তলব দিল্লি হাই কোর্টে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির দুই পর্বের তথ্যচিত্র ঘিরে বিতর্ক দানা বাঁধে দেশে। সেই কনটেন্ট ইউটিউব ও টুইটার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই তথ্যচিত্র দেখানো নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। এই ডকুমেন্টারি নিয়ে একাধিক মামলা করা হয়েছিল আদালতেও। এরই মধ্যে একটি মানহানির মামলা হয়েছিল দিল্লি হাই কোর্টেও। সেই মামলাতেই এবার বিবিসিকে তলব করেছে দিল্লির উচ্চ আদালত। গুজরাট ভিত্তিক একটি এনজিও এই মানহানি মামলা করেছিল। মামলাকারীর হয়ে মামলাটি লড়ছে বরিষ্ঠ অ্যাডভোকেট হরিশ সালভে। মামলাটি উঠেছে বিচারপতি সচিন দত্তের এজলাসে।

মৌখিক ভাবে বিচারপতি মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণে বলেন, ‘এটা দাবি করা হয় যে উক্ত তথ্যচিত্রটি দেশ ও বিচার বিভাগের সুনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করেছে।’ এই আবহে সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল উত্তরদাতাদের নোটিশ জারি করার নির্দেশ দেন বিচারপতি। আগামী সেপ্টেম্বরে আবার এই মামলার শুননি হবে বলে জানান বিচারপতি। উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ‘ভূমিকা’ নিয়ে তথ্যচিত্র প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছিল বিবিসি। সেই সময় নিজেদের অবস্থানে অনড় থেকে বিবিসি ‘নিরপেক্ষ সাংবাদিকতা’র কথা বলেছিল।

প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘিরে ওই তথ্যচিত্রে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়, যা ঘিরে তৈরি হয়ছে বিতর্ক। উল্লেখ্য, বিষয়টি নিয়ে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তোলপাড় শুরু হয়। এদিকে, দেশে ওই তথ্যচিত্র ঘিরে শোরগোলের পরই মুম্বই ও দিল্লিতে বিবিসির বিভিন্ন দফতরে এরপরই আয়কর বিভাগের খোঁজ তল্লাশি শুরু হয়। পরে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর অধীনে মামলা রুজু করেছে ইডি। সেইসঙ্গে ওই সংস্থার একাধিক আধিকারিককে নথি এবং বয়ান রেকর্ডের জন্য ইডি তলবও করে। আর এবার তথ্যচিত্র সম্পর্কিত মামলাতেই অস্বস্তিতে পড়েছে বিবিসি।