New York sinking: আর দেরি নেই, ডুবতে বসেছে নিউ ইয়র্কের মতো অত্যাধুনিক শহরও! কারণ জানালেন গবেষকরা

বসে যাচ্ছে আমেরিকার অন্যতম বিখ্যাত শহর নিউ ইয়র্ক। একের পর এক গগনচুম্বী অট্টালিকার কারণেই এমন বিপদের সম্মুখীন হচ্ছে নিউ ইয়র্ক। সম্প্রতি একটি গবেষণায় এমন তথ্যই উঠে এল। এভাবে মাটি বসে যাওয়ার ফলে প্রায় ৮ মিলিয়ন মানুষ ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছাসের সম্মুখীন হতে পারে। এমনটাই জানা গিয়েছে ওই গবেষণার মারফত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তরফে একটি সমীক্ষা করা হয়। তাতেই দেখা যায়, প্রতি বছর ১ থেকে ২ মিলিমিটার বসে যাচ্ছে নিউ ইয়র্কের মাটি। এর ফলে খুব শিগগিরই বড়সড় বিপদ ঘনিয়ে আসতে পারে বলে দাবি করছেন এই গবেষণার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা। তবে কিছু এলাকাও আরও খারাপ পরিস্থিতিতে রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

আরও পড়ুন: গরমে এই খাবার খেলেই বিপদ! মারাত্মক শরীর খারাপে ভোগার আশঙ্কা

আরও পড়ুন: রোজ রাতে আবার চালাতে হচ্ছে এসি? কী করলে কারেন্ট একদম কম পুড়বে

এই গবেষণাপত্রে জানানো হয়েছে, ম্যানহাটন, ব্রুকলিন, কুইনস ও নর্দান স্টেটেন আইল্যান্ডের বেশ কিছু অংশ আরও দ্রুত হারে বসে যাচ্ছে। অঙ্কের হিসেবে এই অঞ্চলগুলি ২.৭৫ মিলিমিটার হারে বসে যাচ্ছে প্রতি বছর। অন্যদিকে পরিবেশ বিজ্ঞানীদের কথায়, পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়নের কারণে দিন দিন বাড়ছে সমুদ্রের জলতল। এতেই আরও ঘনিয়ে আসছে বিপদ। সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার দিক থেকেও বেশি বিপদে রয়েছে নিউ ইয়র্ক শহরই। নিউ ইয়র্কের সিটি প্যানেল অফ ক্লাইমেট এক্সচেঞ্জের তথ্য অনুসারে, দেখা গিয়েছে, প্রতি ১০ বছরে সারা বিশ্বে জলতলের উচ্চতা বাড়ছে গড়ে ০.৫ ইঞ্চি। কিন্তু নিউ ইয়র্ক শহরে এই জলতল বৃদ্ধির হার ১.২ ইঞ্চি। ফলে সেদিক থেকেও আরও সমস্যার মুখে পড়েছে আমেরিকার এই শহর।

বিজ্ঞানীদের আশঙ্কা, ২০৫০ সাল নাগাদ সমুদ্রের জলতলের উচ্চতা আট থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত উঠে যেতে পারে। পরিবেশ দূষণ করে এমন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমাতে না পারলে এই হার আরও বাড়তে পারে। তখন স্বাভাবিকভাবেই বড় বিপদে পড়বে আমেরিকার এই অত্যাধুনিক শহর। ভবিষ্যতের এই বিপদ ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন ওই গবেষকরা। তবে পরিবেশ দূষণ থেকে ইমারত নির্মাণের নানা দিক সামলে কতটা সেই পথে এগোনো সম্ভব, সেটাই এখন দেখার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup