Passenger spots rocket launch: মাঝ আকাশে উড়তে উড়তে এ কী দেখে ফেললেন বিমানযাত্রীরা! তাজ্জব নেটদুনিয়াও

মাঝ আকাশে বসে গন্তব্যের দিকে যাচ্ছিলেন একটি বিমানের সব যাত্রীরা। হঠাৎই জানালার বাইরে একটি দৃশ্য দেখে থমকে যান সকলেই। এমনিতে প্লেনে করে কোথাও ঘুরতে গেলে নিচের পৃথিবীকে দেখে বেশ ভালো লাগে অনেকেরই। কিন্তু এই দৃশ্য শুধুই নিচের পৃথিবী ছিল না। বরং তার সঙ্গে একটি বিশেষ চমকও অপেক্ষা করছিল যাত্রীদের জন্য। মাঝ আকাশে বিমান থেকেই দেখা যায়, নিচের একটি মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ করা হল। সেই রকেটটি দ্রুত গতিতে উঠে এল উপরে। উৎসুক যাত্রীদের ক্যামেরাতেই ধরা পড়ল সেই দৃশ্য। সম্প্রতি সমাজ মাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে। সেই দেখে নেটিজেনরাও রীতিমতো মুগ্ধ হয়ে পড়েন।

আরও পড়ুন: গরমে এই খাবার খেলেই বিপদ! মারাত্মক শরীর খারাপে ভোগার আশঙ্কা

আরও পড়ুন: রোজ রাতে আবার চালাতে হচ্ছে এসি? কী করলে কারেন্ট একদম কম পুড়বে

এই দিন ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যায়, একটি মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই উৎক্ষিপ্ত রকেট সোজা প্লেনের উচ্চতায় উঠে আসে। এরপর সেটি উঠে যায় আরও উঁচুতে, নিজের গন্তব্যের দিকে। ভিডিয়োটির মধ্য কিছু কথাও লেখা ছিল। তা হল – ‘যখন আপনি বিমানে চড়ার সময় হঠাৎ করেই একটি রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখতে পান’। প্লেন.ফোকাস নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ওই ভিডিয়ো শেয়ার করা হয়। যদিও আসল ভিডিয়োটি ওই পেজের নয়। টিকটক অ্যাপের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছিল ভিডিয়োটি।

এই পোস্টটি গত ১৮ ফেব্রুয়ারি করা হয় সমাজ মাধ্যমে। কিন্তু তা হলেও এর উন্মাদনা কমেনি বিন্দুমাত্র। বরং এখনও ট্রেন্ডের তালিকায় উঠে আসছে এই ভাইরাল ভিডিয়ো। সব মিলিয়ে ভিউজের সংখ্যা শুনলেও অবাক হয়ে যেতে হবে। সাত মিলিয়নের কোঠা ছাড়িয়ে গিয়েছে ভিডিয়োটির ভিউজের সংখ্যা। শুধু তাই নয়, উপচে পড়েছে লাইক ও কমেন্টের সংখ্যাও। পাশাপাশি মুগ্ধ নেটিজেনদের কমেন্টে ভরে উঠেছে কমেন্ট সেকশন। এক নেটিজেন যেমন লেখেন, ‘এটা কোনও মিরাকল নয় তো?’ আরেকজনের কথায়, ‘এমন অভিজ্ঞতা জীবনে খুব কম সময়ের জন্যই হয়!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup