আন্দোলনের ৮০০ দিন, কালীঘাটে পুজো দিয়ে মুখে কালি মেখে প্রতিবাদে চাকরিপ্রার্থীরা

প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় কাটল ৮০০ দিন। তবু থামা নেই। লড়াই জারি আছে। কারণ, এখনও তাঁদের দাবি পূরণ হয়নি। আটশতম দিনে মুখে কালি লাগিয়ে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ রক্ত দিয়ে চিঠি লিখে চাকরি চাইলেন শিক্ষক চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, এবার অন্তত সরকার মুখ তুলে তাদের দিকে দেখুক। নিয়োগের ব্যবস্থা করুক।

আন্দোলনকারীরা ২০১৬ সালের চাকরি প্রার্থী। যে প্যানেলে নাম ওঠে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। নিয়োগ দুর্নীতির কারণে চাকরি প্রার্থীরা পরীক্ষায় পাশ করেও নিয়োগ পাননি। তাই ৮০০ দিন ধরে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। কখনও প্রেস ক্লাব, কখনও বা গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলকারীর ধর্না অবস্থানে বসেছেন। মাঝে তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভও দেখান। এই আটশ দিন নিজেদের দাবির সমর্থনে নানা ভাবে আন্দোলন চালিয়ে গিয়েছে। আন্দোলনকারীদের কেউ কেউ নিজেদের শিশুসন্তানকে নিয়েও এই আন্দোলনে সামিল হয়েছে।

মঙ্গলবার আন্দোলনকারীরা কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন। তার পর তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে ফের ধর্না মঞ্চে এসে বসেন। তাঁরা হাতে যে ব্যানার ধরে ছিলেন তাতে আটকানো ছিল রুটি। হাতে ধরা থালায় লেখা অন্ন চাই, চাকরি চাই। ছেলেরা পরেছিলেন স্যান্ডো গেঞ্জি ও মেয়েরা কালো শালোয়ার বা শাড়ি।

(পড়তে পারেন। প্রকাশিত UPSC-র ফল, তালিকার প্রথম চারজনই নারী, এখানে দেখুন পূর্ণাঙ্গ মেধাতালিকা)

এক আন্দোলনকারী বলেন,’আমরা যোগ্য চাকরিপ্রার্থী। আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি, কিন্তু দুর্নীতির কারণে আমাদের নিয়োগ হয়নি। এখন আমরা আইনের যাতাকলে পড়েছি। দ্রুত যাতে নিয়োগ হয়, সেই আশায় আমরা কালীঘাটি পুজো দিয়েছি। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন অবিলম্বে যোগ্য ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের দ্রুততার সঙ্গে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া হোক।’ যত দিন না তাঁদের দাবি পূরণ হচ্ছে এই ভাবেই আন্দোলন চালিয়ে যাবেন।