কালবৈশাখীতে গাছ পড়ে একাধিক জায়গায় বিপর্যস্ত রেল পরিষেবা

সন্ধ্যার কালবৈশাখীতে বিপর্যস্ত শিয়ালদার প্রায় সমস্ত শাখার ট্রেন চলাচল। লাইনের ওপর গাছ পড়ে স্তব্ধ হয়ে গিয়েছে পরিষেবা। রেলকর্মীরা তৎপর হয়ে গাছ সরানোর কাজ শুরু হলেও যাত্রী ভোগান্তি এড়ানো যায়নি। সময় যত গড়িয়েছে, বাতিল হয়েছে একের পর এক ট্রেন। ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

এদিন শিয়ালদা মেইন শাখার পলতা স্টেশনের ১ নম্বর লাইনের ওপর গাছ ভেঙে পড়ে। যার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে মেইন লাইনের ট্রেন চলাচলে।

একই ঘটনা ঘটে বনগাঁ শাখার হাবরা স্টেশনে। সেখানে তিন নম্বর প্ল্যাটফর্মে ভেঙে পড়ে একটি গাছ। গাছ পড়ে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল বন্ধ রয়েছে দক্ষিণপূর্ব রেলের হাওড়া – আরামবাগ শাখাতেও।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জায়গাতেই রেল কর্মীরা তৎপরতার সঙ্গে লাইন বাধামুক্ত করার কাজ চালাচ্ছেন। তবে কয়েকটি জায়গায় ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতিতে সময় লাগছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে তারা। 

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে প্রবল কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের সঙ্গে ছিল প্রবল বৃষ্টি।