Manchester City: স্বামী জিতেছেন প্রিমিয়র লিগ, ‘ব্রা’ ছাড়াই স্ত্রীর…! ঝড়ের বেগে ভাইরাল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংলিশ প্রিমিয়র লিগ (English Premier League, EPL) আর কাউকে দেবেন না বলেই ঠিক করে নিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) শিষ্যরা টানা তিন মরসুম ব্যাক-টু-ব্যাক ইপিএল ধরে রাখল। ২০২০-২১, ২০২১-২২ এর পর ২০২২-২৩ মরসুমেও সিটি বাজিয়ে লিগ আর্লিং হাল্য়ান্ডদের (Erling Haaland)।শেষ পাঁচ মরসুমের মধ্যে চারবারই প্রিমিয়ার লিগ জিতেছে ম্যান সিটি। চেলসিকে ১-০ হারিয়ে, তিন ম্যাচ হাতে রেখে ৮৫ পয়েন্ট নিয়ে খেতাব জিতেছে ম্য়ান সিটি।

গত রবিবার সন্ধ্যায় লন্ডনের ডোভার স্ট্রিটের রেস্তোরাঁ কাম বারে এমএনকেওয়াই এইচএসই-তে (MNKY HSE) খেতাব জয়ের সেলিব্রেশন পার্টি রেখেছিল ম্যান সিটি। আর এই পার্টিতে আলাদ করে নজর কেড়েছেন কেভিন ডি ব্রুইনের স্ত্রী মিশেল লাক্রোয় (Michele Lacroix)। কারণ তিনি যোগ দিয়েছিলেন ‘নো ব্রা ক্লাব’-এ, অর্থাৎ অন্তর্বাস ছাড়াই তিনি এসেছিলেন পার্টিতে। মিশেলের পরনে ছিল কালো রংয়ের সি থ্রু স্লিম ফিট আউটফিট। পোশাকের ওপর দিয়েই মিশেলের স্তন পরিষ্কার বোঝা যাচ্ছিল। বানার্ডো সিলভা (Bernardo Silva), হাল্যান্ড (Erling Haaland), জন স্টোনসে (John Stones), ফিল ফোডেন (Phil Foden), রিয়াদ মাহরেজ (Riyad Mahrez) ও কাইলি ওয়াকারদের (Kyle Walker) ভিড়েও মিশেল আলাদা নজর কেড়ে নেন। বিদেশি মিডিয়ায় তাঁকে নিয়ে ছাপা হয়েছে প্রতিবেদনও।

আরও পড়ুন: Lionel Messi: বেজিংয়ে পা রাখছে মেসির বিশ্বজয় আর্জেন্টিনা, প্রতিপক্ষ কে?

চলতি বছর ট্রফির ত্রিমুকুটের সামনে ম্য়ান সিটি। এফএ কাপ, প্রিমিয়র লিগের পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য পেপের শিষ্যদের। ১৯৯৯ সালে ম্যান ইউ এই নজির গড়েছিল। গত সপ্তাহে ম্যান সিটি ৪-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-১) রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গিয়েছে। আগামী ১১ জুন ইস্তানবুলে ম্যান সিটি মুখোমুখি হবে ইন্টার মিলানের। পেপের দল ইন্টারকে হারাতে পারলেই, ম্যান-ইউয়ের পর ইংল্য়ান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে এই ত্রিমুকুট মাথায় ওঠাবে। হাল্য়ান্ডরা যে ফর্মে খেলছেন, তাতে করে চ্যাম্পিয়ন্স লিগ তাঁরাই জিতবেন বলে আশাবাদী ফুটবলমহল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)