‘Modi is the Boss,’ আবেগে ভাসছে অস্ট্রেলিয়া,যোগসূত্র টেনেছে ক্রিকেট,জানালেন মোদী

অনিরুদ্ধ ধর

সিডনিতে সোমবার প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মাস্টারশেফ আর ক্রিকেট ভারত আর অস্ট্রেলিয়ার মধ্য়ে বন্ধনকে দৃঢ় করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, যেখানে মোদী গিয়েছেন সেখানে একেবারে রকস্টারের মতো উন্মাদনা।আমেরিকান গায়ক ব্রুস স্প্রিংস্টিনের সঙ্গে তিনি তুলনা করেন মোদীকে।

সিডনির কুডোস ব্যাঙ্ক অ্য়ারেনাতে ২১ হাজার মানুষের জমায়েতে মোদীকে ঘিরে উন্মাদনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দেন অভিবাসীরা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্য়ে বন্ধনকে দৃঢ় করেছে।

মোদী বলেন, বছরের পর বছর ধরে ক্রিকেট আমাদের মধ্য়ে যোগসূত্র তৈরি করেছে। এখন সিনেমা আর টেনিসও যুক্ত হয়েছে। আমাদের জীবনশৈলী আলাদা হতে পারে তবে যোগা আমাদের মধ্যে যোগ করেছে। আমাদের রান্না করার ধরণ আলাদা হতে পারে কিন্তু মাস্টারশেফ আমাদের মধ্যে যোগসূত্র তৈরি করেছে।

শ্রোতারা হাততালি দিয়ে মোদীর প্রশংসা করেন। আলবানিজ বলেন, গতবার এই মঞ্চে আমি ব্রুস স্প্রিংস্টিনকে দেখেছিলাম। তিনিও এত অভ্যর্থনা পাননি। যেমন মোদী পেয়েছেন। পিএম মোদী ইজ দ্য বস, জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

এমনকী মোদীকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন তিনি। তিনি বলেন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের স্পিরিটকে এদেশে আনার জন্য মোদীকে ধন্যবাদ। তিনি আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়তা করবেন।

এদিকে এর আগে পিএম মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও দেখা করেছেন।