Barrackpore Shootout :ভর সন্ধ্যায় ব্যারাকপুরে সোনার দোকানে গুলি, মালিকের ছেলের মৃত্যু, আহত ২

ব্যারাকপুরের জনবহুল এলাকায় চলল গুলি। ডাকাতির উদ্দেশে একটি সোনার দোকানে ঢোকে একদল দুষ্কৃতী। তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিতে মৃত্যু হয়েছে সোনার দোকানের মালিকের ছেলের। আহত হয়েছেন সোনার দোকানের মালিক-সহ ২। 

বুধবার সন্ধে পৌনে ছ’টা নাগাদ ব্যারাকপুর সেন্ট্রাল রোডে সোনার দোকানটি খোলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ৪ জন দুষ্কৃতী দোকানে ডাকাতির করতে আসে। তাদের বাধা দিতে গেলেই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। গুলিতে দোকান মালিকের ছেলের মৃত্যু হয়েছে। সেই ডাকাতেদের প্রথমে বাধা দেয়।

খবর পেয়ে হাসপাতালে যান বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। তিনি বলেন,’১৪ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে ৪জন দুষ্কৃতী ডাকাতির চেষ্টা করে। দোকানের মালিকের ছেলে তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলিতে মারা গিয়েছে ছেলেটি। গুলিবিদ্ধ হয়েছে মালিক ও দোকানের একজন কর্মচারী। পুলিশ সিসিটিভি ফুটেজ থতিয়ে দেখছে।’

স্থানীয় এক বাসিন্দা বলেন,’ডাকাতি করতে ঢোকার সময় দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। তবে তারা হিন্দিতে কথা বলছিল। সঙ্গে একটি ব্যাগ নিয়ে তারা ডাকাতি করতে ঢোকে। গণ্ডগোলের সময় তারা ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়।’

(পড়তে পারেন। বারাসত রুটে মেট্রোর কাজে বড় সাফল্য, মাইকেলনগরে যা হল, না-দেখলে বিশ্বাস হবে না) 

এই হামলার খবর পেয়ে এলাকায় পৌঁছয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ব্যারাকপুর স্টেশন যাওয়ার সোজা রাস্তা এই সেন্ট্রাল রোড। সেই রাস্তায় এই গুলি চলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।