Bimal Gurung: বিজেপির সঙ্গে নেই! দিল্লি যাওয়া আগে বললেন গুরুং, গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির

যে দল তাদের দাবির পক্ষে লড়বে, তাদের পাশেই থাকবে গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার দিল্লির যাওয়ার আগে মোর্চা নেতা এই বার্তা দিয়ে জানিয়ে দেন, তিনি বিজেপির সঙ্গে নেই। যদিও বিজেপি এই দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তারা জানিয়েছে, কেন্দ্র পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানে সদা সচেষ্ট।

তবে মোর্চা নেতার এই দাবিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন তিনি দিল্লি যাচ্ছেন তা নিয়ে কিছু জানাননি বিমল গুরুং। বুধবার তিনি বলেন,’আমি বিজেপির সঙ্গে নেই। যারা আমাদের দাবির জন্য লড়াই করবে তাদের সঙ্গে আমরা আছি।’

বুধবারই আবার দার্জিলিং এসেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। কিছুদিন আগে তাঁর সঙ্গে দেখা করছিলেন বিমল গুরুং। তিনি জানিয়েছেন,’আমি জানি না বিমল কোথায় গিয়েছেন, আমাকে জানিয়ে যাননি।’ তবে পাহাড়ের সমস্যা সমধানে কেন্দ্র যে যথেষ্ট সহানুভূতিশীল তা জানিয়েছেন বিজেপি সাংসদ।

সূত্রের খবর, পাহাড়ের সমস্যা নিয়ে আলোচনার জন্য আগামী জুন মাসে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে পারে কেন্দ্র। সেই প্রসঙ্গ তুলে রাজু বিস্তা বলেন,’কে কী বললেন তা ভেবে লাভ নেই। আমাদের লক্ষ্য হল পাহাড়ের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান। তার জন্য কেন্দ্র একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকবে। সেই বৈঠকে কী আলোচনা হবে, কাদের ডাকা হবে, তার সবটাই ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রক।’

(পড়তে পারেন। জলপাইগুড়িতে BJP বিধায়কের ভাই ও বউদির মৃত্যুতে পুনরায় তদন্তে পুলিশ)

তবে পাহাড়ের রাশ যে মোর্চার হাতে নেই তা ভালো করেই জানেন গুরুং। তাই তিনি দিল্লি যাওয়ার আগে আরও বলেন,’ মোর্চা এখন একটু ঢিমে তালে চলছে ঠিকই, কিন্তু পরিস্থিতি দিকে আমরা নজর রাখছি।’ তবে আগের মতো পাহাড়ের পরিবেশ যে নেই তা স্বীকার করে নিয়েছেন মোর্চা সুপ্রিমো।