HS Results 2023: চলছে কাউন্টডাউন, ৫ ঘণ্টা পরেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কীভাবে দেখবেন সবার আগে?

এসে গেল সেই বহু প্রতীক্ষিত সকাল। আর কিছুক্ষণ পরেই ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Results 2023) ফলাফল প্রকাশিত হতে চলেছে। এবার পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাথমিকভাবে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।  বেলা ১২ টা থেকে সেই সাংবাদিক বৈঠক শুরু করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপর বেলা ১২ টা ৩০ মিনিট থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ছাড়াও পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com থেকেও ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন।

চলতি বছর ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। এবার উচ্চমাধ্যমিকে একটা উলটপুরাণ দেখা গিয়েছিল। অন্যবার সাধারণত মাধ্যমিকের পরীক্ষার্থীরা সংখ্যা বেশি হয়। এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সংসদের তরফে জানানো হয়েছিল, এবার মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৫২ হাজার। সেইসঙ্গে এবার রাজ্যের প্রতিটি জেলায় ছাত্রের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি।

কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন?

১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com-তে আসুন।

২) প্রথমেই ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ দেখতে পাবেন। সেখানে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে ফেলুন। তারপর ‘ক্লিক করুন’ বাটনে ক্লিক করতে হবে আপনাকে। 

৩) তাহলেই স্ক্রিনে রেজাল্ট দেখাবে। তাতে যাবতীয় তথ্য থাকবে। সেটা অবশ্য মূল মার্কশিট হবে না। সেটা ‘প্রভিশনাল’ মার্কশিট হবে। মূল যে মার্কশিট, তা পড়ুয়াদের দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে

কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?

১) wbresults.nic.in-তে যান।

২) প্রথমেই ‘West Bengal Council of Higher Secondary Education Examination Results- 2023′ লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করুন।

৩) সেখানে রোল নম্বর এবং ক্যাপচা দিয়ে ‘Submit’-এ ক্লিক করুন। তাহলেই স্ক্রিনে আপনার উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখাবে।

আরও পড়ুন: HS Results 2023: উচ্চমাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে এবার জোড়া পরিবর্তন, বড় সিদ্ধান্ত সংসদের

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)