IPL 2023 LSG Vs MI Probable XI: Lucknow Super Giants To Face Mumbai Indians, Know Probable Team And Impact Player

চেন্নাই: আইপিএল (IPL 2023) একেবারে শেষ লগ্নে। ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আজ, বুধবার এলিমিনেটরে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। যে দল হারবে, ছিটকে যাবে ট্রফির দৌড় থেকে। যারা জিতবে, পৌঁছে যাবে কোয়ালিফায়ার টুয়ে। যেখানে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।

ABP Ananda – Live TV

কেমন হবে আজ দুই দলের প্রথম একাদশ?

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), কর্ণ শর্মা, ক্রুণাল পাণ্ড্য (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, প্রেরক মাঁকড়, কে গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই ও মহসিন খান।

ইমপ্যাক্ট প্লেয়ার: প্রথমে ব্যাটিং করলে কর্ণ শর্মা সম্ভবত ইনিংস ওপেন করবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হতে পারে যশ ঠাকুরকে। প্রথমে ফিল্ডিং করলে শুরুতে খেলতে পারেন যশ ঠাকুর। সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় হয়তো তাঁর পরিবর্তে নামানো হবে কর্ণ শর্মাকে।

 

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা2, টিম ডেভিড, তিলক বর্মা, ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডান, হৃতিক শোকিন/কুমার কার্তিকেয়, পীযূষ চাওলা ও জেসন বেহরেনডর্ফ।

ইমপ্যাক্ট প্লেয়ার: তিলক বর্মা ফিট হয়ে উঠেছেন বলেই খবর। আগের ম্যাচে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। তবে প্যাড-ব্যাট নিয়ে ডাগ আউটে অপেক্ষা করছিলেন। প্রথমে ব্যাটিং করলে তিলক সম্ভবত একাদশে খেলবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হতে পারে আকাশ মাধওয়ালকে। প্রথমে ফিল্ডিং করলে শুরুতে খেলতে পারেন আকাশ মাধওয়াল। সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় হয়তো তাঁর পরিবর্তে নামানো হবে তিলক বর্মাকে।

বুধবার এলিমিনেটরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লখনউ। যে ম্যাচে রেকর্ড লখনউয়ের দিকে। এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জিতেছে লখনউ। তবে এবার অন্য গ্রুপে থাকায় একবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে হয়েছিল লখনউকে। ঘরের মাঠে সেই ম্যাচে ৫ রানে জেতে লখনউ।

প্রধান ক্রিকেটারদের চোট আঘাত মুম্বই শিবিরকে বারবার বিব্রত করেছে। শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরাকে দিয়ে। চোটের জন্য দলের প্রধান পেসার টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলে যাঁকে বোলিং বিভাগের মুখ ভাবা হচ্ছিল, সেই জোফ্রা আর্চারও ছিটকে গিয়েছেন। তবে ব্যাটে নেহাল ওয়াধেরা বা বলে আকাশ মাধওয়ালের মতো তরুণ ভরসা দিচ্ছেন মুম্বইকে। অবশ্য প্লে অফে ওঠাটা অনেকটা ভাগ্যের জোরে। গুজরাত টাইটান্স শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেওয়ায় প্লে অফের টিকিট পায় মুম্বই।

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি