Pickpocketing: অফ ডে’তে পকেট মারেন, অন্য দিনে চুটিয়ে অফিস! পুলিশের জালে ৩ পার্ট-টাইম ‘অপরাধী’

কর্ম ব্যস্ত দিনে ওরা একটি বেসরকারি সংস্থার অফিস কর্মী, আবার ছুটির দিনে ওরাই পেশাদার পকেটমার। ভিড় দেখলেই হাতিয়ে নেয় মানিব্যাগ। সম্প্রতি বেশ কয়েকটি পকেটমারের ঘটনায় বিধাননগর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ। ছুটির দিন হলে তারা বিভিন্ন জায়গায় পকেটমারি করে বেড়াতে বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে সল্টলেক সিটি সেন্টার ১–এ চুরির ঘটনা ঘটেছিল। এক মহিলা ওই চুরির অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ ছিল, তাঁর মানিব্যাগ সহ বেশ কিছু টাকা চুরি হয়ে গিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি অভিযোগ পায় বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপরে পুলিশ তদন্ত নামে। ঘটনায় রবিবার একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসা বাদ করে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম হল ভোলা প্রধান, ধীরাজ রায় এবং সানি মল্লিক। পুলিশ জানিয়েছে, সাধারণত শপিং মলের বাইরে বা মলের আশেপাশে থেকেই তার পকেট মেরে চম্পট দিত। মহিলার অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ওই শপিং মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তা থেকেই ওই পকেটমারদের শনাক্ত করে পুলিশ। দেখা যায় ভিড়ের মধ্যে ওই মহিলার মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় এক যুবক। এরপরেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, চোরদের ওই দল শপিংগুলিতে দামি পোশাক পরে ঘুরে বেড়াত। তাদের দেখে বোঝার উপায় নেই যে আসলে তারা পকেটমার। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই তারা মানিব্যাগ মোবাইল হাতিয়ে নিত। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ভোলা তালতলার বাসিন্দা। সে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। ছুটির দিনে সে শপিং মল, বাজার এবং অন্যান্য জনবহুল জায়গায় চুরি, ছিনতাই করে বেড়াত। আর তার বাকি দুই সঙ্গী ধীরাজ ও সানি বাইক নিয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকত। পুলিশ মলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখার সময় তাদেরও দেখতে পায়। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup