Diamond Harbor Model: অভিষেকের খাসতালুকে BJP কর্মীকে TMC পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে পেটানোর অভিযোগ

দলীয় নেতাদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক বিজেপি কর্মীকে পার্টি অফিসে ডেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজু মিস্ত্রি নামে ওই যুবক। এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন নেতার নামে ফলতা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার বিকেলে ফলতা থানায় স্মারকলিপি দেবে তারা।

বিজেপির অভিযোগ, ফলতার মল্লিকপুরের বাসিন্দা পেশায় ফ্রিজ – এসির মেরামতকারী ওই যুবক দিন কয়েক আগে এলাকায় বিজেপির এক সভায় যোগ দেন। সেখানে দলীয় নেতাদের সঙ্গে ছবি তোলেন তিনি। তার পর সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার রাতে তাঁকে এসি সারানোর নাম করে স্থানীয় পার্টি অফিসে ডেকে পাঠানো হয় রাজুকে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত রাজু বর্তমানে আমতলা হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা বিজেপি নেতারা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিকেলে ফলতা থানা অভিযান ও স্মারকলিপি কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এসি সারানো নিয়ে কোনও বিবাদ হয়ে থাকতে পারে। বিষয়টি স্থানীয় নেতৃত্ব খতিয়ে দেখছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ফলতা-সহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় বিরোধীদের ওপর লাগাতার অত্যাচার চলছে বলে অভিযোগ বিজেপি ও সিপিএমের। অভিযোগ, কেউ বিরোধী কোনও দলের কোনও কর্মসূচিতে যোগদান করলেই তাকে শাসানো শুরু করে দেয় তৃণমূল। মারধর, ঘরবাড়ি ভাঙচুর পর্যন্ত গড়ায় সেই নির্যাতন। এমনকী পুলিশ আক্রান্তের অভিযোগ নিতে চায় না বলেও অভিযোগ তাদের।