Jamai Sasthi Wishes: আজ জামাইষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

জামাইষষ্ঠী বাঙালিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন সব শ্বশুর-শাশুড়ি চান, তাঁদের জামাইরা বাড়িতে আসবেন, এবং তাঁদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। পেটপুরে হবে খাওয়াদাওয়া, জমবে আড্ডা। কিন্তু অনেক সময়েই তা সম্ভব হয়ে ওঠে না ভৌগোলিক কারণে বা কাজের চাপের কারণে

এমন ক্ষেত্রে এখান থেকেই পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা। জামাইষষ্ঠীর দিনটি হয়ে উঠুক আরও সুন্দর। 

 

  • জামাইষষ্ঠীর এই  সুন্দর সকালটা দারুণ হয়ে উঠুক ৷ রইল অনেক অনেক শুভেচ্ছা।
  • জামাইষষ্ঠী শুধু একটি বাঙালি উৎসহের দিন নয়, এর সঙ্গে রয়েছে বাঙালিক সংস্কৃতির সম্পর্ক। জীবন হয়ে উঠুক আরও উজ্জ্বল, এই কামনা রইল।
  • জামাইষষ্ঠীর এই আলোকিত দিনে সকলের জন্য রইল শুভেচ্ছা আর ভালোবাসা।
  • দুঃখ সুখের অবসরে খেয়ার তরী ভাসে, আনন্দের এই অবসরে, আলোর তরী ভাসে। জামাইষষ্ঠীর শুভেচ্ছা রইল আপনার পরিবারের প্রতি।
  • মা ষষ্ঠী সকলকে বিপদ থেকে রক্ষা করেন। তিনি হলেন জগতের আলো। শুভ জামাইষষ্ঠীর শুভেচ্ছা সকলকে।
  • শঙ্খের নাদে ভাসে দুঃখের বাঁধ, জামাইষষ্ঠীর এই অবসরে ভাঙুক আনন্দের বাঁধ ‌।
  • জামাইষষ্ঠীর শুভ অবসরে আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা রইল।
  • হে ষষ্ঠীমা, সকলকে কৃপা করো তুমি ৷ জামাইষষ্ঠীর শুভ অবসরে সকলের জন্য থাকলো অফুরন্ত ভালোবাসা‌।