New Parliament inauguration Row: নয়া সংসদভবনের উদ্বোধন রাষ্ট্রপতিই করুন, আর্জি নিয়ে মামলা সুপ্রিম কোর্টে

আসন্ন ২৮ মে নয়া সংসদভবনের উদ্বোধন ঘিরে তুঙ্গে দিল্লির রাজনৈতিক শোরগোল। ২১ টি বিরোধী দল জানিয়েছে, তারা অংশ নেবে না নয়া সংসদভবনের উদ্বোধনে। উল্লেখ্য, সংসদভবনের উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে, সেক্ষেত্রে এই উদ্বোধন করার জন্য আমন্ত্রিত নন দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই উদ্বোধন করছেন না, এই ঘটনার বিরোধিতাতেই অনুষ্ঠান ২১ টি দলের বয়কটের ডাক। এদিকে, সুপ্রিম কোর্টে এদিন নতুন সংসদভবনের উদ্বোধন রাষ্ট্রপতিই করুন, এমন আর্জি জানিয়ে দায়ের হয়েছে আবেদন।

(বিস্তারিত আসছে।)