Supercomputer worth 900 crore: ৯০০ কোটি টাকার সুপারকম্পিউটার আনতে চলেছে কেন্দ্র, কী এমন কাজ করবে সেটি

দ্রুত গতির সুপার কম্পিউচার পেতে চলেছে ভারত। আবহাওয়া পরিদর্শনের জন্য এই বিশেষ কম্পিউটারটি কাজ শুরু করবে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরু থেকে এটি পুরোদমে পরিষেবা দিতে শুরু করবে। সম্প্রতি কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু এমনটাই জানান সংবাদমাধ্যমকে। তাঁর কথায়, নয়া অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিশেষ কম্পিউটারটি উচ্চ বিশ্লেষণ ক্ষমতা সম্পন্ন। আবহাওয়া পরিদর্শনের জন্য নিয়ে আসা সুপারকম্পিউটারটির দাম ৯০০ কোটি টাকা। সর্বোচ্চ রেজিলিউশনের সাহায্যে ভারতের সব দিকের আবহাওয়া পর্যবেক্ষণ করবে এটি। এই দিন উত্তরপ্রদেশের নয়ডায় ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং পরিদর্শনের সময় সংবাদমাধ্যমকে এই সুপার কম্পিউটারের কথা জানান তিনি। প্রসঙ্গত কেন্দ্রে ভূবিজ্ঞান মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিংয়ের দফতরে বিশেষ পরিদর্শনে এলেন কিরেণ রিজিজু। 

আরও পড়ুন: অফিসে সব ঠিকঠাক, তবু রোজ বাড়ি ফিরে মন খারাপ হয়! সমস্যাটা অন্য কোথাও না তো

আরও পড়ুন: ঘুমের ঘাটতি হচ্ছে, অথচ বুঝতেই পারছেন না? এই ৫ লক্ষণ এড়িয়ে যাচ্ছেন না তো

এই দিন তিনি সংবাদ মাধ্যমকে কিরেণ রিজিজু বলেন, নতুন কম্পিউটার আগেরটির তুলনায় ১২ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত পূর্বাভাস উন্নত করতে পারবে। বর্তমানের কম্পিউটার মিহির পূর্বাভাসের সূচকে ৬.৮ পেটাফ্লপস পারফরম্যান্স দেয়। নয়া কম্পিউটারটি এলে তা প্রায় তিনগুণ ভালো পরিষেবা দিতে শুরু করবে। ১৮ পেটাফ্লপস পারফরম্যান্স দেবে ৯০০ কোটি টাকার সুপারকম্পিউটারটি। এই দিন তিনি আরও বলেন, এই নয়া ব্যবস্থায় অনেকটাই উন্নত হবে পূর্বাভাস। শুধু তাই নয়, এতে উপকৃত হবে সমাজের সকল ক্ষেত্রের মানুষ। 

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব আছে বলেই সম্ভব হয়েছে এমন কথাও উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিজ্ঞান ও প্রযুক্তির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর জন্য আবহাওয়া পূর্বাভাসও আগের থেকে অনেকটা ভালো হয়েছে বলে দাবি করেন কিরেণ রিজিজু। পাশাপাশি বলেন, এবার থেকে প্রতিবেশী ও অন্য বেশ কয়েকটি দেশকেও পূর্বাভাস দিতে প্রস্তুত হচ্ছে ভারত। ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং এবার বিশ্বমানের কেন্দ্র হতে চলেছে এও বেশ গর্বের বিষয় বলে জানান ভূবিজ্ঞান মন্ত্রী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup