Umar Khalid’s Love Story: হেফাজতে প্রেম, জেলের পাঁচিলের এপার ওপারে উমর-বনজ্যোৎস্না তবু লিখছেন খোয়াবনামা

Umar Khalid’s Love Story: সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দৌলতে ছড়িয়ে পড়েছে উমর খালিদের প্রেমের কাহিনি। তাঁর সঙ্গে রাজনৈতিক মতাদর্শের মিল থাকুক বা না-থাকুক, অনেকেই বলছেন, এমন প্রেম বিরল। কেন?